বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌরসভার নবাগত প্রশাসক মো. ফকরুল হাসানের সঙ্গে সভা শেষ করে কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার পাঁচ কাউন্সিলর। এমন সময় বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদাবাজির মামলায় ওই পাঁচ কাউন্সিলরদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম ও আসমা আজাদ।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রদের অপসারণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বাগেরহাট পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান। এদিন কাউন্সিলরা মো. ফকরুল হাসানের সঙ্গে সভায় যোগ দিতে ওই কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার শাখায় যান।
খবর পেয়ে বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। সেখান থেকে বের হবার সময় পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়। এর মাঝেই শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে উপস্থিত জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের বিএনপির কর্মী আলতাফ মাহমুদ হাওলাদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় চাঁদাবাজী, শ্লীলতাহানি ও মারধরের মামলা করেন। ওই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বলায় হয়, গত ৩ আগস্ট মামলার বাদী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা মুক্ষাইট মোড় এলাকায় তাঁর গতিরোধ করে মারধর করেন, চাঁদা দাবি ও স্ত্রীর শ্লীলতাহানি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই এজাহারভুক্ত আসামি নন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, সদর থানার একটি চাঁদাবাজির মামলায় তিন নারী ও দুই পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট পৌরসভার নবাগত প্রশাসক মো. ফকরুল হাসানের সঙ্গে সভা শেষ করে কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার পাঁচ কাউন্সিলর। এমন সময় বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদাবাজির মামলায় ওই পাঁচ কাউন্সিলরদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম ও আসমা আজাদ।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রদের অপসারণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বাগেরহাট পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান। এদিন কাউন্সিলরা মো. ফকরুল হাসানের সঙ্গে সভায় যোগ দিতে ওই কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার শাখায় যান।
খবর পেয়ে বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। সেখান থেকে বের হবার সময় পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়। এর মাঝেই শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে উপস্থিত জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের বিএনপির কর্মী আলতাফ মাহমুদ হাওলাদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় চাঁদাবাজী, শ্লীলতাহানি ও মারধরের মামলা করেন। ওই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বলায় হয়, গত ৩ আগস্ট মামলার বাদী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা মুক্ষাইট মোড় এলাকায় তাঁর গতিরোধ করে মারধর করেন, চাঁদা দাবি ও স্ত্রীর শ্লীলতাহানি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই এজাহারভুক্ত আসামি নন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, সদর থানার একটি চাঁদাবাজির মামলায় তিন নারী ও দুই পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩৪ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৭ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে