Ajker Patrika

পূর্ব সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ একজন আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ একজন আটক
পূর্ব সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। ছবি: আজকের পত্রিকা

পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। আজ সোমবার সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার ফাঁদ পেতে হরিণ শিকারের সময় একজনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় অপর দুই শিকারি পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা আজ (সোমবার) সকালে টহলের সময় কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুখপাড়া খাল এলাকার বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে অপেক্ষারত তিন শিকারিকে দেখতে পান।

শিকারিরা বনরক্ষীদের দেখতে পেয়ে বনের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে। বনরক্ষীরা শিকারিদের ধাওয়া দিয়ে আরিফুল ইসলাম দুলাল (৪০) নামের এক শিকারিকে আটক করতে সক্ষম হন।

আটক শিকারির বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামে বলে জানান বনরক্ষীরা। অপর দুই শিকারি বনের ভেতরে পালিয়ে যায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি হরিণ ধরা মালা ফাঁদ, ছুরি, করাতসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেন।

জানা যায়, পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে প্রায়ই হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করছেন। বর্তমানে সুন্দরবনের কচিখালী, সুখপাড়া, চান্দেশ্বরসহ আশপাশের এলাকা হরিণ শিকারের হটস্পট বলে বনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে ফাঁদসহ আটক হরিণশিকারির বিরুদ্ধে বন মামলা দায়ের করে তাঁকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত