
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা আশরাফ প্রমি অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। আজ রোববার সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
গতকাল শনিবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
অপহৃত প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে আগে থেকেই ওত পেতে ছিল আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন। প্রমি ওই স্থানে পৌঁছালে তারা জোর করে আমার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আবুজার গিফারী গাফফার শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। সেই সময় প্রমি আর্তচিৎকারে করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’
সানজানা ইসলাম ওহি নামে প্রমির এক সহপাঠী বলেছে, ‘প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমাদের সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে, আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা দ্রুত তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি শেষ করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে