কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিমা খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান রিমার স্বজনেরা। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে মাইক্রোবাস, লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলীর নাতনি খুকুমণি (৭) ও দেড় মাস বয়সী নাতিন শিশু রাফান।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় কালিগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান (৬০)। এরপর যশোর হাসপাতালে মারা যায় তোরাবের স্ত্রী শিউলি খাতুন (৫০), কালিগঞ্জ উপজেলার তিলেচানপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান ব্রাহ্মণবাড়িয়া গ্রামের সরাইল থানার বৈশামারিয়া গ্রামের নুর আলীর ছেলে আলামিন (৬৫)।
দুর্ঘটনায় আহত রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) নিয়ে যান স্বজনেরা। তাঁর অবস্থা অবনতি হলে রাতেই ঢামেকে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বেলা ১১টার সময় রিমা খাতুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন রিমার স্বামী রুবেল হোসেন।
রিমার মৃত্যুর পর ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। তাঁরা প্রত্যেকে ছিলেন ভ্যানযাত্রী। এদিকে পরিবারের একে একে চার সদস্যের মৃত্যুতে ওই পরিবারে চলছে শোকের মাতম।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিমা খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান রিমার স্বজনেরা। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে মাইক্রোবাস, লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলীর নাতনি খুকুমণি (৭) ও দেড় মাস বয়সী নাতিন শিশু রাফান।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় কালিগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান (৬০)। এরপর যশোর হাসপাতালে মারা যায় তোরাবের স্ত্রী শিউলি খাতুন (৫০), কালিগঞ্জ উপজেলার তিলেচানপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান ব্রাহ্মণবাড়িয়া গ্রামের সরাইল থানার বৈশামারিয়া গ্রামের নুর আলীর ছেলে আলামিন (৬৫)।
দুর্ঘটনায় আহত রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) নিয়ে যান স্বজনেরা। তাঁর অবস্থা অবনতি হলে রাতেই ঢামেকে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বেলা ১১টার সময় রিমা খাতুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন রিমার স্বামী রুবেল হোসেন।
রিমার মৃত্যুর পর ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। তাঁরা প্রত্যেকে ছিলেন ভ্যানযাত্রী। এদিকে পরিবারের একে একে চার সদস্যের মৃত্যুতে ওই পরিবারে চলছে শোকের মাতম।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে