খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর আওতাধীন খুলনাসহ দেশের ২৫টি জুট মিলে পুনরায় উৎপাদন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। এ সময় তাঁরা পাঁচটি জুট মিলে শ্রমিকদের বকেয়া পাওনা ১১০ কোটি টাকা দেওয়ার দাবি জানান।
আজ মঙ্গলবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বন্ধ থাকা এসব মিলগুলো হলো—নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লি. , সিরাজগঞ্জের জাতীয় (সাবেক কওমী) জুট মিলস লি. , ঢাকার করিম জুট মিলস লি. ও লতিফ বাওয়ানী জুট মিলস লি.।
রাজশাহীর রাজশাহী জুট মিলস লি. , নরসিংদীর চারটি জুট মিল একত্রিত হয়ে ইউএমসি জুট মিলস লি. , নারায়ণগঞ্জ জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি. , চট্টগ্রাম দুটি মিল একত্রিত হয়ে আমিন জুট মিলস লি. , চট্টগ্রামের বাগদাদ-ঢাকা কার্পেট ফ্রাক্টরী, গালফ্রা হাবিব লি. , গুল আহমদ জুট মিলস লি. , হাফিজ জুট মিলস লি. , কেএফডি লি. , এম এম জুট মিলস লি. , আর আর জুট মিলস লি. এবং মিলস ফার্নিসিং লি.।
খুলনার আলিম জুট মিলস লি. , ক্রিসেন্ট জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , ইস্টার্ন জুট মিলস লি. , খালিশপুর জুট মিলস লি. , প্লাটিনাম জুবলী জুট মিলস লি. এবং স্টার জুট মিলস লি. । যশোরের কার্পেটিং জুট মিলস লি. ও যশোর জুট ইন্ডাস্ট্রিজ লি.।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর শিল্পাঞ্চলের আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মাদ বলেন, সদ্য পদত্যাগ করা সরকার ২০২০ সালে তরিঘড়ি করে এসব মিল বন্ধ করে দেয়। এ ছাড়া খালিশপুর জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , জাতীয় জুট মিলস লি. , কর্ণফুলী জুট মিলস লি. এবং ফোরাত কর্ণফুলী জুট মিলস লিমিটেডের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ অন্যান্য পাওনা রয়েছে ১১০ কোটি টাকা। তাদের এ টাকা না দিয়েই বিদায় করে দেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্ধ থাকা ২৫টি মিল চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া, নগর আহ্বায়ক মজিবুর রহমান, সদস্যসচিব শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর আওতাধীন খুলনাসহ দেশের ২৫টি জুট মিলে পুনরায় উৎপাদন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। এ সময় তাঁরা পাঁচটি জুট মিলে শ্রমিকদের বকেয়া পাওনা ১১০ কোটি টাকা দেওয়ার দাবি জানান।
আজ মঙ্গলবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বন্ধ থাকা এসব মিলগুলো হলো—নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লি. , সিরাজগঞ্জের জাতীয় (সাবেক কওমী) জুট মিলস লি. , ঢাকার করিম জুট মিলস লি. ও লতিফ বাওয়ানী জুট মিলস লি.।
রাজশাহীর রাজশাহী জুট মিলস লি. , নরসিংদীর চারটি জুট মিল একত্রিত হয়ে ইউএমসি জুট মিলস লি. , নারায়ণগঞ্জ জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি. , চট্টগ্রাম দুটি মিল একত্রিত হয়ে আমিন জুট মিলস লি. , চট্টগ্রামের বাগদাদ-ঢাকা কার্পেট ফ্রাক্টরী, গালফ্রা হাবিব লি. , গুল আহমদ জুট মিলস লি. , হাফিজ জুট মিলস লি. , কেএফডি লি. , এম এম জুট মিলস লি. , আর আর জুট মিলস লি. এবং মিলস ফার্নিসিং লি.।
খুলনার আলিম জুট মিলস লি. , ক্রিসেন্ট জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , ইস্টার্ন জুট মিলস লি. , খালিশপুর জুট মিলস লি. , প্লাটিনাম জুবলী জুট মিলস লি. এবং স্টার জুট মিলস লি. । যশোরের কার্পেটিং জুট মিলস লি. ও যশোর জুট ইন্ডাস্ট্রিজ লি.।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর শিল্পাঞ্চলের আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মাদ বলেন, সদ্য পদত্যাগ করা সরকার ২০২০ সালে তরিঘড়ি করে এসব মিল বন্ধ করে দেয়। এ ছাড়া খালিশপুর জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , জাতীয় জুট মিলস লি. , কর্ণফুলী জুট মিলস লি. এবং ফোরাত কর্ণফুলী জুট মিলস লিমিটেডের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ অন্যান্য পাওনা রয়েছে ১১০ কোটি টাকা। তাদের এ টাকা না দিয়েই বিদায় করে দেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্ধ থাকা ২৫টি মিল চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া, নগর আহ্বায়ক মজিবুর রহমান, সদস্যসচিব শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে