Ajker Patrika

কুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব গ্রহণ

খুলনা প্রতিনিধি
কুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব গ্রহণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হযরত আলী। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোস্ট, দপ্তরপ্রধানদের সঙ্গে সমন্বয় সভা করেন।

১ মে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্যের নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী। শুক্রবার (২ মে) রাতে তিনি কুয়েটে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

জানা যায়, মো. হযরত আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কুয়েট থেকে তিনি পুরকৌশল বিষয়ে গ্র্যাজুয়েশন লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত