গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’

বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে