
বাড়ি থেকে বেরোনোর চার দিন পর যশোরের মনিরামপুরে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার রুপসপুর নিজের আলু খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে।
পুলিশের ধারণা, ঋণগ্রস্ত হয়ে জাহাঙ্গীর আত্মহত্যা করতে পারেন। তবে স্বজনদের দাবি, শত্রুতা করে কেউ জাহাঙ্গীরকে হত্যা করে লাশ আলু খেতে ফেলে রেখেছে।
জাহাঙ্গীর আলম রুপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর আর ফেরেননি তিনি। আশপাশে খোঁজখবর নিয়ে সন্ধান না পেয়ে শুক্রবার রাতে তাঁর বাবা মনিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ রোববার দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের আলু খেতে কাজ করতে যান তার বাবা নায়েব আলী। তখন পচা দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে খেতের মাঝখানে ছেলের গলিত লাশ দেখতে পান।
জাহাঙ্গীর আলমের প্রতিবেশী চাচা ইজ্জত আলী বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমি জাহাঙ্গীরকে আলু খেতে কাঁচি হাতে বসে থাকতে দেখেছি। তখন তাকে বাড়ি আসতে অনুরোধ করেছিলাম। ও বলেছিল পরে যাব।’
স্থানীয় ইউপি সদস্য আবু তালেব বলেন, ‘জাহাঙ্গীর খুব ভালো ছেলে ছিল। কোনো সময় কারও সঙ্গে বিরোধে জড়ায়নি সে। বাড়ি ইটের ঘর করতে গিয়ে জাহাঙ্গীর ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, এটা আমাদের কোন ধারণায় আসছে না।’
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত মণ্ডল বলেন, ‘জাহাঙ্গীরের স্বজনরা বলছেন, বাড়ি করতে গিয়ে ঋণী হওয়ায় তিনি কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকে জাহাঙ্গীর আলম বিষপানে আত্মহত্যা করেছেন।’
এসআই সঞ্জিত মণ্ডল বলেন, ‘স্বজনরা বিভিন্ন রকম কথা বলছেন। গত বৃহস্পতিবার বিকেলে আলু খেতের পাশে রাস্তায় আল আমিন নামে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে নিয়ে স্বজনরা সন্দেহ করছেন। আমরা আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’
এ ব্যাপারে জানতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

বাড়ি থেকে বেরোনোর চার দিন পর যশোরের মনিরামপুরে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার রুপসপুর নিজের আলু খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে।
পুলিশের ধারণা, ঋণগ্রস্ত হয়ে জাহাঙ্গীর আত্মহত্যা করতে পারেন। তবে স্বজনদের দাবি, শত্রুতা করে কেউ জাহাঙ্গীরকে হত্যা করে লাশ আলু খেতে ফেলে রেখেছে।
জাহাঙ্গীর আলম রুপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর আর ফেরেননি তিনি। আশপাশে খোঁজখবর নিয়ে সন্ধান না পেয়ে শুক্রবার রাতে তাঁর বাবা মনিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ রোববার দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের আলু খেতে কাজ করতে যান তার বাবা নায়েব আলী। তখন পচা দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে খেতের মাঝখানে ছেলের গলিত লাশ দেখতে পান।
জাহাঙ্গীর আলমের প্রতিবেশী চাচা ইজ্জত আলী বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমি জাহাঙ্গীরকে আলু খেতে কাঁচি হাতে বসে থাকতে দেখেছি। তখন তাকে বাড়ি আসতে অনুরোধ করেছিলাম। ও বলেছিল পরে যাব।’
স্থানীয় ইউপি সদস্য আবু তালেব বলেন, ‘জাহাঙ্গীর খুব ভালো ছেলে ছিল। কোনো সময় কারও সঙ্গে বিরোধে জড়ায়নি সে। বাড়ি ইটের ঘর করতে গিয়ে জাহাঙ্গীর ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, এটা আমাদের কোন ধারণায় আসছে না।’
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত মণ্ডল বলেন, ‘জাহাঙ্গীরের স্বজনরা বলছেন, বাড়ি করতে গিয়ে ঋণী হওয়ায় তিনি কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকে জাহাঙ্গীর আলম বিষপানে আত্মহত্যা করেছেন।’
এসআই সঞ্জিত মণ্ডল বলেন, ‘স্বজনরা বিভিন্ন রকম কথা বলছেন। গত বৃহস্পতিবার বিকেলে আলু খেতের পাশে রাস্তায় আল আমিন নামে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে নিয়ে স্বজনরা সন্দেহ করছেন। আমরা আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’
এ ব্যাপারে জানতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে