
সম্পর্কে একে অপরের মামাত-ফুপাতো ভাই। বয়সের পার্থক্য ৪ বছর। দুজনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। বয়সের পার্থক্য বা বাড়ির দূরত্ব থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ; বন্ধুত্বপূর্ণ। লেখাপড়ার ফাঁকে একটু সুযোগ পেলেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়তেন ঘুরতে।
গতকাল বুধবারও এক মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। এরপর সড়ক দুর্ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে দুজনেই চিরবিদায় নিলেন একসঙ্গে।
নিহত দুই যুবক যশোরের মনিরামপুরের নাহিদ হাসান (২২) ও শিহাব হোসেন (১৮)। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। নিহত নাহিদ হাসান উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের মেজো ছেলে। আল কোরআনের হেফজ সম্পন্ন করে যশোরে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন তিনি। বাবা ইসমাইল হোসেন মাছনা মাদ্রাসার শিক্ষক। আর নিহত শিহাব হোসেন সম্পর্কে নাহিদের আপন মামাত ভাই। উপজেলার মোহনপুর গ্রামের স্বর্ণকার মোস্তাক হোসেনের ছেলে তিনি। শিহাব মাদানীনগর মাদ্রাসায় লেখাপড়া শেষে বালিয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
শিহাবের চাচাতো বোন শাহানা সুমির বরাত দিয়ে তাঁদের প্রতিবেশী কাজী সবুজ বলেন, যশোরের মাদ্রাসা থেকে আসার পর নাহিদ তাঁর মামাতো ভাই শিহাবের সঙ্গে দেখা করতে আসেন। এরপর বুধবার দুপুরে শিহাব বাবার নতুন পালসার মোটরসাইকেল নিয়ে নাহিদের সঙ্গে ঘুরতে বের হন। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজগঞ্জে নাহিদের ফুফুর বাড়ি যান দুজনে। সেখানে রাতের খাবার শেষে ফেরার পথে সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মারা যান।
এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, বুধবার রাতে দুই যুবক এক মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে আসছিলেন। তাঁরা কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সঙ্গে আঘাত লাগে। এ সময় রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কাজী সবুজ বলেন, হাসপাতাল থেকে রাতেই মরদেহ বাড়ি আনা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাসনা মাদ্রাসায় একসঙ্গে জানাজা শেষে একই স্থানে দুজনের দাফন সম্পন্ন হবে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কে একে অপরের মামাত-ফুপাতো ভাই। বয়সের পার্থক্য ৪ বছর। দুজনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। বয়সের পার্থক্য বা বাড়ির দূরত্ব থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ; বন্ধুত্বপূর্ণ। লেখাপড়ার ফাঁকে একটু সুযোগ পেলেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়তেন ঘুরতে।
গতকাল বুধবারও এক মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। এরপর সড়ক দুর্ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে দুজনেই চিরবিদায় নিলেন একসঙ্গে।
নিহত দুই যুবক যশোরের মনিরামপুরের নাহিদ হাসান (২২) ও শিহাব হোসেন (১৮)। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। নিহত নাহিদ হাসান উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের মেজো ছেলে। আল কোরআনের হেফজ সম্পন্ন করে যশোরে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন তিনি। বাবা ইসমাইল হোসেন মাছনা মাদ্রাসার শিক্ষক। আর নিহত শিহাব হোসেন সম্পর্কে নাহিদের আপন মামাত ভাই। উপজেলার মোহনপুর গ্রামের স্বর্ণকার মোস্তাক হোসেনের ছেলে তিনি। শিহাব মাদানীনগর মাদ্রাসায় লেখাপড়া শেষে বালিয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
শিহাবের চাচাতো বোন শাহানা সুমির বরাত দিয়ে তাঁদের প্রতিবেশী কাজী সবুজ বলেন, যশোরের মাদ্রাসা থেকে আসার পর নাহিদ তাঁর মামাতো ভাই শিহাবের সঙ্গে দেখা করতে আসেন। এরপর বুধবার দুপুরে শিহাব বাবার নতুন পালসার মোটরসাইকেল নিয়ে নাহিদের সঙ্গে ঘুরতে বের হন। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজগঞ্জে নাহিদের ফুফুর বাড়ি যান দুজনে। সেখানে রাতের খাবার শেষে ফেরার পথে সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মারা যান।
এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, বুধবার রাতে দুই যুবক এক মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে আসছিলেন। তাঁরা কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সঙ্গে আঘাত লাগে। এ সময় রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কাজী সবুজ বলেন, হাসপাতাল থেকে রাতেই মরদেহ বাড়ি আনা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাসনা মাদ্রাসায় একসঙ্গে জানাজা শেষে একই স্থানে দুজনের দাফন সম্পন্ন হবে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে