কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আল্লেক আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। একই মামলায় অপর আসামি মনা আলীকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত আসামি আল্লেক আলী (৪৫) ও মনা আলী আপন দুই ভাই। তাঁরা ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সোনা উল্লাহ এর ছেলে। মামলার প্রধান আসামি আল্লেক আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। অপর আসামি মনা পলাতক।
কুষ্টিয়া জজ আদালতের (কৌঁসুলি) পিপি আ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩০ জুন ভোরে আসামি আল্লেক আলীর স্ত্রী হাফিজা খাতুন পুকুরে গোসল করতে যাওয়ার পর নিখোঁজ হয়। এর কয়েক ঘন্টা পর হাফিজা খাতুনের লাশ পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার আড়াই মাস পরে নিহতের মামা আসমত আলী ভেড়ামারা থানায় হাফিজার স্বামীসহ ছয়জন বিরুদ্ধে একটি হত্যা মামলা দাযের করেন।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু জাফর মামলাটির তদন্ত শেষে নিহতের স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিলে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করে আদালত।

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আল্লেক আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। একই মামলায় অপর আসামি মনা আলীকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত আসামি আল্লেক আলী (৪৫) ও মনা আলী আপন দুই ভাই। তাঁরা ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সোনা উল্লাহ এর ছেলে। মামলার প্রধান আসামি আল্লেক আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। অপর আসামি মনা পলাতক।
কুষ্টিয়া জজ আদালতের (কৌঁসুলি) পিপি আ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩০ জুন ভোরে আসামি আল্লেক আলীর স্ত্রী হাফিজা খাতুন পুকুরে গোসল করতে যাওয়ার পর নিখোঁজ হয়। এর কয়েক ঘন্টা পর হাফিজা খাতুনের লাশ পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার আড়াই মাস পরে নিহতের মামা আসমত আলী ভেড়ামারা থানায় হাফিজার স্বামীসহ ছয়জন বিরুদ্ধে একটি হত্যা মামলা দাযের করেন।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু জাফর মামলাটির তদন্ত শেষে নিহতের স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিলে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করে আদালত।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে