ইবি প্রতিনিধি

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তবে প্রতিষ্ঠার চার দশকেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারী শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে অভিযোগ নারী শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা, সন্ধ্যা আইন, ইভ টিজিং, ক্যাম্পাসের ওয়াশরুমে ন্যাপকিনের অভাব এবং বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের অনুপস্থিতিসহ প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন নারী শিক্ষার্থীরা। সংকট নিরসনে প্রশাসনের নেই কোনো রোডম্যাপ।
ইবির বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী পিয়াশা আক্তার আম্বিয়া বলেন, ‘নারী শিক্ষার্থীদের আবাসন সংকট প্রকট। যে হলগুলো রয়েছে সেগুলোর অবকাঠামোগত অবস্থা নাজুক। ছেলেদের হল সারা রাত খোলা থাকলেও আমাদের হলে সন্ধ্যার পর সন্ধ্যা আইন কার্যকর হয়। এটি বৈষম্য এবং অবিলম্বে বাতিল করা প্রয়োজন। প্রশাসনকে নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের চলাফেরার স্বাধীনতা খর্ব করা ঠিক নয়।’
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিনথিয়া ছোঁয়া বলেন, ‘নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের তালিকা দীর্ঘ। ক্যাম্পাসে ইভ টিজিংয়ের শিকার হচ্ছেন অনেকেই, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।’
ছোঁয়া আরও বলেন, ‘ছেলেদের হলে রাতভর যাতায়াত স্বাভাবিক, অথচ মেয়েদের হলে সন্ধ্যার পর প্রবেশ করা নিষিদ্ধ। এটি স্পষ্ট বৈষম্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’
মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহ বলেন, ‘লিঙ্গ সমতা নিশ্চিতে আমরা বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে কাজ করছি। ইতিমধ্যে নারী শিক্ষার্থীদের বিভিন্ন সংকট নিরসনে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। ভবিষ্যতে জনমত গঠনের মাধ্যমে নারীদের অধিকার রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। তাদের জন্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের বিষয়টি আলোচনায় রয়েছে। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়েও প্রশাসন চিন্তাভাবনা করছে।’

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তবে প্রতিষ্ঠার চার দশকেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারী শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে অভিযোগ নারী শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা, সন্ধ্যা আইন, ইভ টিজিং, ক্যাম্পাসের ওয়াশরুমে ন্যাপকিনের অভাব এবং বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের অনুপস্থিতিসহ প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন নারী শিক্ষার্থীরা। সংকট নিরসনে প্রশাসনের নেই কোনো রোডম্যাপ।
ইবির বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী পিয়াশা আক্তার আম্বিয়া বলেন, ‘নারী শিক্ষার্থীদের আবাসন সংকট প্রকট। যে হলগুলো রয়েছে সেগুলোর অবকাঠামোগত অবস্থা নাজুক। ছেলেদের হল সারা রাত খোলা থাকলেও আমাদের হলে সন্ধ্যার পর সন্ধ্যা আইন কার্যকর হয়। এটি বৈষম্য এবং অবিলম্বে বাতিল করা প্রয়োজন। প্রশাসনকে নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের চলাফেরার স্বাধীনতা খর্ব করা ঠিক নয়।’
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিনথিয়া ছোঁয়া বলেন, ‘নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের তালিকা দীর্ঘ। ক্যাম্পাসে ইভ টিজিংয়ের শিকার হচ্ছেন অনেকেই, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।’
ছোঁয়া আরও বলেন, ‘ছেলেদের হলে রাতভর যাতায়াত স্বাভাবিক, অথচ মেয়েদের হলে সন্ধ্যার পর প্রবেশ করা নিষিদ্ধ। এটি স্পষ্ট বৈষম্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’
মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহ বলেন, ‘লিঙ্গ সমতা নিশ্চিতে আমরা বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে কাজ করছি। ইতিমধ্যে নারী শিক্ষার্থীদের বিভিন্ন সংকট নিরসনে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। ভবিষ্যতে জনমত গঠনের মাধ্যমে নারীদের অধিকার রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। তাদের জন্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের বিষয়টি আলোচনায় রয়েছে। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়েও প্রশাসন চিন্তাভাবনা করছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে