যশোর প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির দিন যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালে থাকার নির্দেশ দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আজ রোববার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল পরিদর্শন করবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এমপি মহোদয়ের আগমন উপলক্ষে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষভাবে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে স্থানীয় সংসদ কাজী নাবিল আহমেদ রোগীদের পরিদর্শন করবেন। খাবার বিতরণ ও রোগীদের খোঁজ খবর নেবেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত থাকবেন।
এদিকে, ঈদের দিন ও কোরবানির সময়ে হাসপাতালের কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনায় চাপা ক্ষোভ বিরাজ করছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তারা বলছেন, ঈদের দিন সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর পর কোরবানির পশু নিয়ে ব্যস্ততা বাড়ে। এমন পরিস্থিতে ঈদের দিন এভাবে ছুটি বাতিলের চিঠি ইস্যু করা যায় কি না তা নিয়ে প্রশ্ন হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে।
স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) যশোর জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ বাসার আজকের পত্রিকাকে বলেন, এটা তো ঈদুল ফিতর না যে, ঈদের নামাজ পড়ে কাজ শেষ। ঈদুল আজহাতে নামাজের পরে কোরবানির পশু নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই শহর থেকে গ্রামে যাবে কোরবানি দিতে। তাহলে তারা কীভাবে ফিরবেন। তিনি জানান, ঈদের দিন সরকারি গেজেটে ছুটি। দেশে জরুরি কিছু না হলে ছুটি বাতিল করা যায় না। তার পরেও সরকারের নির্দেশনা থাকতে হয়। গেজেট ছুটি বাতিল করে এ ধরনের কর্মসূচি নেওয়া সংসদ সদস্য ও তত্ত্বাবধায়কের উচিত হয়নি। তাছাড়া একজন সংসদ সদস্য তার রাজনৈতিক কর্মসূচি করতে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের আনন্দ মাটি করে দিবে সেটা হয় না।
হাসপাতালের চিকিৎসক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হিমাদ্রী শেখর বলেন, আমাদের চাকুরিতে যোগদানের সময় বলা হয় ঊর্ধ্বতন কর্মকর্তা যা নির্দেশনা দেবে সেটাই মানতে হবে। সেই নির্দেশনাই মানতে হবে। এখানে কিছু করার নাই আমাদের।
এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, একজন সংসদ সদস্য আসতে চেয়েছে তাই আমরা চিঠি ইস্যু করেছি। সংসদ সদস্য হাসপাতালে আসলে তো তার প্রোটোকল হিসাবে আমাদের থাকতে হবে। উনি যদি না আসেন তাহলে সবাই চলে যাবেন। কাউকে আসার জন্য বা থাকার জন্য জোর করা হবে না।

আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির দিন যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালে থাকার নির্দেশ দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আজ রোববার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল পরিদর্শন করবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এমপি মহোদয়ের আগমন উপলক্ষে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষভাবে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে স্থানীয় সংসদ কাজী নাবিল আহমেদ রোগীদের পরিদর্শন করবেন। খাবার বিতরণ ও রোগীদের খোঁজ খবর নেবেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত থাকবেন।
এদিকে, ঈদের দিন ও কোরবানির সময়ে হাসপাতালের কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনায় চাপা ক্ষোভ বিরাজ করছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তারা বলছেন, ঈদের দিন সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর পর কোরবানির পশু নিয়ে ব্যস্ততা বাড়ে। এমন পরিস্থিতে ঈদের দিন এভাবে ছুটি বাতিলের চিঠি ইস্যু করা যায় কি না তা নিয়ে প্রশ্ন হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে।
স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) যশোর জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ বাসার আজকের পত্রিকাকে বলেন, এটা তো ঈদুল ফিতর না যে, ঈদের নামাজ পড়ে কাজ শেষ। ঈদুল আজহাতে নামাজের পরে কোরবানির পশু নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই শহর থেকে গ্রামে যাবে কোরবানি দিতে। তাহলে তারা কীভাবে ফিরবেন। তিনি জানান, ঈদের দিন সরকারি গেজেটে ছুটি। দেশে জরুরি কিছু না হলে ছুটি বাতিল করা যায় না। তার পরেও সরকারের নির্দেশনা থাকতে হয়। গেজেট ছুটি বাতিল করে এ ধরনের কর্মসূচি নেওয়া সংসদ সদস্য ও তত্ত্বাবধায়কের উচিত হয়নি। তাছাড়া একজন সংসদ সদস্য তার রাজনৈতিক কর্মসূচি করতে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের আনন্দ মাটি করে দিবে সেটা হয় না।
হাসপাতালের চিকিৎসক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হিমাদ্রী শেখর বলেন, আমাদের চাকুরিতে যোগদানের সময় বলা হয় ঊর্ধ্বতন কর্মকর্তা যা নির্দেশনা দেবে সেটাই মানতে হবে। সেই নির্দেশনাই মানতে হবে। এখানে কিছু করার নাই আমাদের।
এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, একজন সংসদ সদস্য আসতে চেয়েছে তাই আমরা চিঠি ইস্যু করেছি। সংসদ সদস্য হাসপাতালে আসলে তো তার প্রোটোকল হিসাবে আমাদের থাকতে হবে। উনি যদি না আসেন তাহলে সবাই চলে যাবেন। কাউকে আসার জন্য বা থাকার জন্য জোর করা হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে