সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে নির্বাচনী কার্যালয় ও পাশের দুটো ব্যবসা প্রতিষ্ঠান।
নৌকার নির্বাচনী অফিসের তত্ত্বাবধায়ক সুলতান আহমেদ বলেন, সম্ভবত শনিবার ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা থানার সন্নিকটে অবস্থিত নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টার পাশাপাশি কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে রাজ টেলিকম ও এশিয়া স্টিল অ্যান্ড থাই এ্যালুমিনিয়াম নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনসহ তাঁর নেতা–কর্মীরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন।
এ সময় এস এম আতাউল হক দোলন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনএমের নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার ইন্ধনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি। পাশাপাশি তিনি ভয়ভীতির তোয়াক্কা না করে কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দিতে অনুরোধ করেন।
এ বিষয়ে জানার জন্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পূর্ব মুহূর্তে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে