অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া সারের বাজারে গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুত রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ১ হাজার ৫২৩ বস্তা সরকারি বিভিন্ন সার উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। তিনি বলেন, ‘জব্দ করা সার হলো এমওপি, টিএসপি ও ডিএপি। এসব সার খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে।’ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।
অপর দিকে একই সময় সরকারি সারের বস্তা নকল করে তা বাজারজাত করার দায়ে বাদল নামের বস্তা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানা বিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজারজাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির জন্য গতকাল রাতে ১ হাজার ৫২৩ বস্তা সার গুদামজাত করে রাখার দায়ে দি মনির এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে এসব সার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বস্তা নকল করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে বাদল নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম (এবিএস ও এমএস) সিলগালা করে রাখা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান, ‘জব্দ করা সার অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বিলি বণ্টনের আদেশ দিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া সারের বাজারে গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুত রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ১ হাজার ৫২৩ বস্তা সরকারি বিভিন্ন সার উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। তিনি বলেন, ‘জব্দ করা সার হলো এমওপি, টিএসপি ও ডিএপি। এসব সার খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে।’ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।
অপর দিকে একই সময় সরকারি সারের বস্তা নকল করে তা বাজারজাত করার দায়ে বাদল নামের বস্তা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানা বিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজারজাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির জন্য গতকাল রাতে ১ হাজার ৫২৩ বস্তা সার গুদামজাত করে রাখার দায়ে দি মনির এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে এসব সার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বস্তা নকল করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে বাদল নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম (এবিএস ও এমএস) সিলগালা করে রাখা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান, ‘জব্দ করা সার অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বিলি বণ্টনের আদেশ দিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে