শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট শরণখোলায় পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে আমন ধান। কীটনাশক কিনে খেতে স্প্রে করেও সুফল মিলছে না। কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন ফলন নিয়ে। পোকার আক্রমণ এখনই দমন করা না গেলে ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কয়েক দিন ধরে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর, বাধাল, সাউথখালী ইউনিয়নের সোনাতলা, বকুলতলা, দক্ষিণ তাফালবাড়ী, দক্ষিণ সাউথখালী, রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা, চালিতাবুনিয়া, লাকুড়তলা, খোন্তাকাটা ইউনিয়নের মধ্যখোন্তাকাটা, মঠেরপাড়, গোলবুনিয়া ও খেজুড়বাড়ীয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের রোপা আমন ও ইরি ধানখেতে লোদা, গুঁড়ি ও পাতামোছড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকায় সদ্য লাগানো ধানের চারা গাছের পাতা খেয়ে নষ্ট করে ফেলছে।
চালিতাবুনিয়া গ্রামের কৃষক ফজলু জোমাদ্দার বলেন, পোকার আক্রমণে চার কাঠা জমির ধান নষ্ট হয়ে গেছে।
সোনাতলা গ্রামের আনছার হাওলার, রায়েন্দা গ্রামের আ. রব প্যাদা, বকুলতলা গ্রামের মোসলে মীরসহ কয়েকটি গ্রামের কৃষক বলেন, বাজার থেকে আর্টিমা প্লাস, সমিক্রন, কাটাপ ও বায়াকো জাতীয় কীটনাশক কিনে খেতে স্প্রে করা হচ্ছে। এতেও পোকা মরছে না। অচিরেই পোকা দমন করা না গেলে এ বছরের আমন উৎপাদন কমে যাবে।
তাফালবাড়ী বাজারের কীটনাশক ব্যবসায়ী মিলন হাওলাদার বলেন, বাজারে বিভিন্ন কোম্পানির কীটনাশক বিক্রি হয়। কিন্তু প্রশিক্ষণের অভাব। এ কারণে কৃষকেরা নিয়মমাফিক ওষুধ দিতেও জানে না।
২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ধানখেতে পোকা লেগেছে। পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের খোঁজখবর নিচ্ছেন।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বর্তমানে ধানখেতের এ পোকা তেমন ক্ষতি করতে পারবে না।

বাগেরহাট শরণখোলায় পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে আমন ধান। কীটনাশক কিনে খেতে স্প্রে করেও সুফল মিলছে না। কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন ফলন নিয়ে। পোকার আক্রমণ এখনই দমন করা না গেলে ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কয়েক দিন ধরে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর, বাধাল, সাউথখালী ইউনিয়নের সোনাতলা, বকুলতলা, দক্ষিণ তাফালবাড়ী, দক্ষিণ সাউথখালী, রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা, চালিতাবুনিয়া, লাকুড়তলা, খোন্তাকাটা ইউনিয়নের মধ্যখোন্তাকাটা, মঠেরপাড়, গোলবুনিয়া ও খেজুড়বাড়ীয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের রোপা আমন ও ইরি ধানখেতে লোদা, গুঁড়ি ও পাতামোছড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকায় সদ্য লাগানো ধানের চারা গাছের পাতা খেয়ে নষ্ট করে ফেলছে।
চালিতাবুনিয়া গ্রামের কৃষক ফজলু জোমাদ্দার বলেন, পোকার আক্রমণে চার কাঠা জমির ধান নষ্ট হয়ে গেছে।
সোনাতলা গ্রামের আনছার হাওলার, রায়েন্দা গ্রামের আ. রব প্যাদা, বকুলতলা গ্রামের মোসলে মীরসহ কয়েকটি গ্রামের কৃষক বলেন, বাজার থেকে আর্টিমা প্লাস, সমিক্রন, কাটাপ ও বায়াকো জাতীয় কীটনাশক কিনে খেতে স্প্রে করা হচ্ছে। এতেও পোকা মরছে না। অচিরেই পোকা দমন করা না গেলে এ বছরের আমন উৎপাদন কমে যাবে।
তাফালবাড়ী বাজারের কীটনাশক ব্যবসায়ী মিলন হাওলাদার বলেন, বাজারে বিভিন্ন কোম্পানির কীটনাশক বিক্রি হয়। কিন্তু প্রশিক্ষণের অভাব। এ কারণে কৃষকেরা নিয়মমাফিক ওষুধ দিতেও জানে না।
২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ধানখেতে পোকা লেগেছে। পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের খোঁজখবর নিচ্ছেন।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বর্তমানে ধানখেতের এ পোকা তেমন ক্ষতি করতে পারবে না।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৭ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৭ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে