ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।
এদিকে অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো—এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।
জানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা তাঁদের সঙ্গে থাকা বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। সে সময় বহিরাগত আকাশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাইরে পেলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর সন্ধ্যায় জিসাদ ও সুপ্ত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের জন্য তেল আনতে গেলে, তাঁদের মারধর করেন আকাশসহ তিন চারজন বহিরাগত।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চান। দাবি পূরণ না হলে আন্দোলন চলমান রাখবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।
এদিকে অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো—এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।
জানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা তাঁদের সঙ্গে থাকা বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। সে সময় বহিরাগত আকাশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাইরে পেলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর সন্ধ্যায় জিসাদ ও সুপ্ত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের জন্য তেল আনতে গেলে, তাঁদের মারধর করেন আকাশসহ তিন চারজন বহিরাগত।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চান। দাবি পূরণ না হলে আন্দোলন চলমান রাখবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে