বাগেরহাটের মোংলার বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে ড্রেজারের একটি হাউস বোট ডুবে খাজা মঈনউদ্দিন নামে একজন নিরাপত্তাকর্মী নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ক্যানেলের উলুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান জানান, ‘দুপুর ১২টার দিকে ক্যানেলটিতে খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারের দ্বিতল একটি হাউসবোট উলুবনিয়া এলাকায় পানি নেওয়ার জন্য অবস্থান করছিল। তখন ওই ক্যানেল দিয়ে দ্রুতগতিতে পর পর দুটি তেলবাহী জাহাজ যাওয়ায় এর ঢেউয়ের তোড়ে হাউসবোটটি উল্টে যায়। বোটটিতে থাকা ১৫-১৬ কর্মচারী তাৎক্ষণিকভাবে বোট থেকে বেরিয়ে নদীতে লাফিয়ে সাঁতরে কুলে উঠে গেলেও ভেতরে একজন আটকে পড়েন।’
বিআইডব্লিউটিএর কর্মকর্তা আনিসুজ্জামান আরও বলেন, ‘হাউসবোট উল্টে ডুবে গিয়ে নিখোঁজ সিকিউরিটি গার্ড মঈনউদ্দিনের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি মোংলা উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশকেও জানানো হয়েছে।’
আনিসুজ্জামান জানান, ‘হাউসবোট উল্টে গিয়ে মূল ক্যানেলের বাইরে আংশিক ভাসমান ডুবন্ত অবস্থায় রয়েছে। তাতে এ ক্যানেল নিরাপদ রয়েছে, নৌ চলাচলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।’
এদিকে সাঁতরে কুলে উঠে প্রাণে রক্ষা পাওয়া ওই স্টাফেরা বলেন, ‘যখন ট্যাংকারের ঢেউয়ে আমাদের বোটটি উল্টে যেতে থাকে তখন আমরা যে যার মতো রুম ও বাইরে থাকা সবাই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে কুলে উঠি। কিন্তু আমাদের সাথের অপর কর্মচারী সিকিউরিটি গার্ড খাজা মঈনউদ্দিনও বেরিয়ে আসছিল, তবে তাঁর মোবাইল ফোন আনতে গিয়ে ভেতরে ঢুকে আর বের হতে পারেনি। তিনি ডুবে যাওয়া হাউস বোটের মধ্যে আটকে পড়েন।’
স্টাফরা আরও বলেন, ‘নিখোঁজ খাজা মঈনউদ্দিনের বাড়ি টাঙ্গাইলে। হাউস বোটটিতে ড্রেজারের কর্মচারীরা থাকতেন। বোটটিতে তখন তাদের খাবার ও গোসলের পানি ওঠানো হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২০ মিনিট আগে