কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনের ফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ভোটার ছিলেন ৬৪৩ জন। ভোটে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সাবু প্যানেল দেন।
ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রথমে সাবু প্যানেলকে বিজয়ী করে ফলাফল প্রস্তুত করেন। এতে অসন্তুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে মিজান প্যানেলের সমর্থকেরা। তাঁরা পুনরায় ভোট গণনার দাবি জানায়। পরে তোপের মুখে ভোট গণনায় ভুল হয়েছে দাবি করে সন্ধ্যায় মিজান প্যানেলকে জয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
এ বিষয়ে সাবু প্যানেলের কামরুজ্জামান সাবু বলেন, ‘প্রথমে আমরা বিজয়ী হলাম। পরে আবার ভোট গণনা করে আমাদের হারিয়ে দিল। আমরা এ ফল মানি না। পুনরায় ভোট গণনার জন্য আমরা আবেদন করব।’
এদিকে পুনরায় ভোট গণনায় জয়ী হলেও সন্ধ্যার পরে জয়বাংলা বাজারে পথসভা করে মিজান প্যানেলের সমর্থকেরা। পথসভায় বক্তারা বলেন, ‘মাধ্যমিক শিক্ষা অফিসার ভোট চুরি করে ফলাফল ঘুরিয়েছিল। পরে জনগণের তোপের মুখে পুনরায় ভোট গুণে আমাদের বিজয় ঘোষণা করেছেন। শিক্ষা অফিসার একজন ঘুষখোর, দুর্নীতিবাজ, নোংরা চরিত্রের মানুষ। তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে। উপজেলা থেকে তাঁকে অপসারণের জন্য আন্দোলন সংগ্রাম করা হবে।’
জানা গেছে, হামলার ভয়ে প্রায় আধঘণ্টা দেরিতে পুলিশ পাহারায় ভোট কেন্দ্র ত্যাগ করেন প্রিসাইডিং কর্মকর্তা। জয়বাংলা বাজার এলাকায় প্রিসাইডিং কর্মকর্তার গাড়ি অবরোধের চেষ্টা করে মিজান প্যানেলের সমর্থকেরা। এ সময় পুলিশ পাহারায় দ্রুত জয়বাংলা বাজার এলাকা ত্যাগ করেন প্রিসাইডিং কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক মিজান প্যানেলের দুজন সমর্থক বলেন, ‘প্রিসাইডিং অফিসার ভোট চুরি করেছিল। এ জন্য আমাদের লোকজন তাঁর গাড়ি অবরোধ করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ ব্যাপারটি বুঝতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, প্রথমে ভোট গণনায় ভুল হয়েছিল। পরে সঠিক করে গুণে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভুলতো হতেই পারে। তবে গাড়ি অবরোধের কোনো ঘটনা ঘটেনি।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সব জায়গায় গ্রুপিং রয়েছে। জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। ভোটে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু ভোট চুরি বা গাড়ি অবরোধের বিষয়টি জানা নেই।

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনের ফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ভোটার ছিলেন ৬৪৩ জন। ভোটে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সাবু প্যানেল দেন।
ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রথমে সাবু প্যানেলকে বিজয়ী করে ফলাফল প্রস্তুত করেন। এতে অসন্তুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে মিজান প্যানেলের সমর্থকেরা। তাঁরা পুনরায় ভোট গণনার দাবি জানায়। পরে তোপের মুখে ভোট গণনায় ভুল হয়েছে দাবি করে সন্ধ্যায় মিজান প্যানেলকে জয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
এ বিষয়ে সাবু প্যানেলের কামরুজ্জামান সাবু বলেন, ‘প্রথমে আমরা বিজয়ী হলাম। পরে আবার ভোট গণনা করে আমাদের হারিয়ে দিল। আমরা এ ফল মানি না। পুনরায় ভোট গণনার জন্য আমরা আবেদন করব।’
এদিকে পুনরায় ভোট গণনায় জয়ী হলেও সন্ধ্যার পরে জয়বাংলা বাজারে পথসভা করে মিজান প্যানেলের সমর্থকেরা। পথসভায় বক্তারা বলেন, ‘মাধ্যমিক শিক্ষা অফিসার ভোট চুরি করে ফলাফল ঘুরিয়েছিল। পরে জনগণের তোপের মুখে পুনরায় ভোট গুণে আমাদের বিজয় ঘোষণা করেছেন। শিক্ষা অফিসার একজন ঘুষখোর, দুর্নীতিবাজ, নোংরা চরিত্রের মানুষ। তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে। উপজেলা থেকে তাঁকে অপসারণের জন্য আন্দোলন সংগ্রাম করা হবে।’
জানা গেছে, হামলার ভয়ে প্রায় আধঘণ্টা দেরিতে পুলিশ পাহারায় ভোট কেন্দ্র ত্যাগ করেন প্রিসাইডিং কর্মকর্তা। জয়বাংলা বাজার এলাকায় প্রিসাইডিং কর্মকর্তার গাড়ি অবরোধের চেষ্টা করে মিজান প্যানেলের সমর্থকেরা। এ সময় পুলিশ পাহারায় দ্রুত জয়বাংলা বাজার এলাকা ত্যাগ করেন প্রিসাইডিং কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক মিজান প্যানেলের দুজন সমর্থক বলেন, ‘প্রিসাইডিং অফিসার ভোট চুরি করেছিল। এ জন্য আমাদের লোকজন তাঁর গাড়ি অবরোধ করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ ব্যাপারটি বুঝতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, প্রথমে ভোট গণনায় ভুল হয়েছিল। পরে সঠিক করে গুণে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভুলতো হতেই পারে। তবে গাড়ি অবরোধের কোনো ঘটনা ঘটেনি।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সব জায়গায় গ্রুপিং রয়েছে। জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। ভোটে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু ভোট চুরি বা গাড়ি অবরোধের বিষয়টি জানা নেই।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৬ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৬ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে