মেহেরপুর প্রতিনিধি

সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’

সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন।
দেখা গেছে, বুধবার ভোর থেকেই দূরপাল্লার কয়েকটি পরিবহন জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ছেড়ে গেছে। খুলেছে শহরের বেশ কিছু দোকানপাট। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রয়োজনীয় কাজ শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে।
তবে, কারফিউ শিথিল হলেও সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবির বেশ কয়েকটি দলকে জেলাজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে।
শহরে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ডালিম সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন কারফিউর কারণে রাস্তায় নামতেই ভয় পাচ্ছিলাম। এখন স্বস্তিতে বাজারে আসতে পারছি। কেনাকাটা করে বাড়িতে ফিরছি।’ তবে বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
শহরে পূবাশা টিকিট কাউন্টারের মাস্টার সাখাওয়াত হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কারফিউর কারণে বেশ কয়েক দিন দূরপাল্লার কোনো বাস কাউন্টার থেকে ছাড়তে পারেনি। ভোর থেকে জেলার সব কাউন্টার থেকে দু-একটি করে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে সব বাসই ছেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘কারফিউর সময় শ্রমিকেরা বেকার সময় পার করেছেন। অভাব-অনটনের মধ্যে তাঁরা দিন যাপন করেছেন। বাস চলাচলের খবরে যাত্রীরাও খুশি, তাঁরাও খুশি।’ জেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, খুলনার উদ্দেশে বাস ছেড়ে যায় বলে জানান তিনি।
জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামিম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেরপুর শুরু থেকেই শান্ত ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এই জেলায় ঘটেনি। কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কারফিউ আরও বেশি সময় ধরে শিথিল করা হবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে