গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৪ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে