কুষ্টিয়া প্রতিনিধি

চার বছরের শিশুর দুষ্টুমিতে অতিষ্ঠ বাবা-মা। তাই ঘরের বারান্দার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন মা। আর দিনমজুর বাবা গিয়েছিলেন কাজে। এরই মধ্যে রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বারান্দা পর্যন্ত। সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর আগুনে ঝলসে যায় বারান্দায় শিকলে বাঁধা শিশু জিহাদ হোসেন (৪)।
এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে। তার শরীরের প্রায় ২০-২৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার দুপুরে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে মারা যায় একটি ষাঁড় গরু।
রুবেলের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ছেলে খুব দুষ্টুমি করে। তাই বাড়ির বাইরে গেলে পায়ে শিকল বেঁধে রেখে যান। আজও বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। আর চুলার আগুন থেকে বাড়িতে আগুন লেগেছে। এতে তাঁর শিশুর শরীরের প্রায় ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে। রান্নাঘর, গোয়ালঘর ও ঘরের বারান্দা পুড়ে গেছে। আগুনে তাঁর গোয়ালে থাকা প্রায় লাখ টাকার গরুটি পুড়ে মারা গেছে।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে দিনমজুর রুবেলের ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ শিশুকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্তরা লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা করা হবে।’

চার বছরের শিশুর দুষ্টুমিতে অতিষ্ঠ বাবা-মা। তাই ঘরের বারান্দার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন মা। আর দিনমজুর বাবা গিয়েছিলেন কাজে। এরই মধ্যে রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বারান্দা পর্যন্ত। সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর আগুনে ঝলসে যায় বারান্দায় শিকলে বাঁধা শিশু জিহাদ হোসেন (৪)।
এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে। তার শরীরের প্রায় ২০-২৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার দুপুরে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে মারা যায় একটি ষাঁড় গরু।
রুবেলের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ছেলে খুব দুষ্টুমি করে। তাই বাড়ির বাইরে গেলে পায়ে শিকল বেঁধে রেখে যান। আজও বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। আর চুলার আগুন থেকে বাড়িতে আগুন লেগেছে। এতে তাঁর শিশুর শরীরের প্রায় ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে। রান্নাঘর, গোয়ালঘর ও ঘরের বারান্দা পুড়ে গেছে। আগুনে তাঁর গোয়ালে থাকা প্রায় লাখ টাকার গরুটি পুড়ে মারা গেছে।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে দিনমজুর রুবেলের ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ শিশুকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্তরা লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা করা হবে।’

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে