খুলনা প্রতিনিধি

ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ১২ মার্চের পর থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মিছিল নিয়ে আসেন খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না—এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে আদালতে চলমান মামলা, আইন ও জনস্বাস্থ্যবিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে ‘ম্যাটস’দের বিএমডিসি থেকে যে নিবন্ধন দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে—
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে এই ৫ দাবি উত্থাপন করেন শিক্ষার্থী সৌরভ সরকার। দাবির সপক্ষে ব্যাখ্যা দেন সানজিদা নাহার কথা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ শিশির, মেহেদী মাহি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসে যান শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।

ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ১২ মার্চের পর থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মিছিল নিয়ে আসেন খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না—এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে আদালতে চলমান মামলা, আইন ও জনস্বাস্থ্যবিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে ‘ম্যাটস’দের বিএমডিসি থেকে যে নিবন্ধন দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে—
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে এই ৫ দাবি উত্থাপন করেন শিক্ষার্থী সৌরভ সরকার। দাবির সপক্ষে ব্যাখ্যা দেন সানজিদা নাহার কথা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ শিশির, মেহেদী মাহি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসে যান শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১০ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে