মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে চার কৃষকের বাঁশবাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় চার একর জায়গার বাঁশের কোড়ল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের কয়েক লাখ বাঁশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাদুনা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এর আগেও গত বৃহস্পতিবার বাঁশবাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুই অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে খাদুনা গ্রামের কৃষক নিপেন বিশ্বাস, ভদ্রকান্ত বিশ্বাস, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, সত্যেন্দ্র নাথ বিশ্বাসের প্রায় চার একর জমির বাঁশবাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাঁশসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। চার একর জমির প্রায় লক্ষাধিক বাঁশের কোড়ল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নিপেন বিশ্বাস বলেন, ‘২০২০ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক একর জমিতে বাঁশবাগান করেছিলাম। গত কয়েক দিনে বাগানে দফায় দফায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। আগুনে বাগানের সব কুড়া (কোড়ল) পুড়ে ছাই হয়ে গেছে।’
কৃষক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমার বাণিজ্যিকভাবে গড়ে তোলা এক একর জমির বাঁশের কুড়া পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঁশবাগানের বিশাল এলাকাজুড়ে পুড়ে গেছে। বাঁশঝাড়ের কুড়া (কোড়ল) ও বাঁশের নিচের অংশ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, কীভাবে বাঁশবাগানে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাগানমালিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরার মহম্মদপুরে চার কৃষকের বাঁশবাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় চার একর জায়গার বাঁশের কোড়ল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের কয়েক লাখ বাঁশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাদুনা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এর আগেও গত বৃহস্পতিবার বাঁশবাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুই অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে খাদুনা গ্রামের কৃষক নিপেন বিশ্বাস, ভদ্রকান্ত বিশ্বাস, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, সত্যেন্দ্র নাথ বিশ্বাসের প্রায় চার একর জমির বাঁশবাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাঁশসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। চার একর জমির প্রায় লক্ষাধিক বাঁশের কোড়ল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নিপেন বিশ্বাস বলেন, ‘২০২০ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক একর জমিতে বাঁশবাগান করেছিলাম। গত কয়েক দিনে বাগানে দফায় দফায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। আগুনে বাগানের সব কুড়া (কোড়ল) পুড়ে ছাই হয়ে গেছে।’
কৃষক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমার বাণিজ্যিকভাবে গড়ে তোলা এক একর জমির বাঁশের কুড়া পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঁশবাগানের বিশাল এলাকাজুড়ে পুড়ে গেছে। বাঁশঝাড়ের কুড়া (কোড়ল) ও বাঁশের নিচের অংশ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, কীভাবে বাঁশবাগানে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাগানমালিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে