Ajker Patrika

মহেশপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, দুই বাংলাদেশিকে হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। ছবি: আজকের পত্রিকা
মহেশপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস এবং বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।

৫৮ বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভূঁইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস (৬৬) ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার (৫৮) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন।

ওই সময় দুজনেই বিএসএফের হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের ফেরত দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত