ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতা সোহেল রানা পবন, দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। এ ঘটনায় স্থানীয় পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও হতাশা। মনোনয়ন বাতিলের দাবিও তুলছেন দলীয় অন্যান্য নেতা কর্মীরা। গত শনিবার রাতে ৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশের পর থেকেই বাহাদুরপুর ইউনিয়নের তিন মনোনয়ন প্রত্যাশী ও দলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শামিম আহমেদ বলেন, 'বিষয়টি খুবই হতাশাজনক। একজন বহিষ্কৃত নেতা কীভাবে মনোনয়ন পায়। আমাদের তিনজনের মধ্যে যে কেউ পেলে মেনে নিতাম। যে মনোনয়ন পেয়েছে তার বিরুদ্ধে গত ২০১৯ সালের ৫ অক্টোবর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা ও জেলার নেতৃবৃন্দের সামনে গুলি, বোমা, সন্ত্রাসী তাণ্ডব চালায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে গত ৭ই অক্টোবর ২০১৯ দল থেকে বহিষ্কার করা হয়।'
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী উজ্জ্বল আহমেদ বলেন, ' অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে গ্রহণ করছে না। তাঁর সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ ভয়ে থাকে। তার মনোনয়ন বাতিল করার দাবি জানাচ্ছি।'
মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান সরোয়ার বলেন, ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনজনের নাম প্রস্তাব করে। সে হিসাবে কমিটির সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়। এর বাইরে কীভাবে একজন বহিষ্কৃত নেতা মনোনয়ন পায়। বিষয়টিকে সাধারণ মানুষ ঘৃণার চোখে দেখছে। দল অনেক পিছিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
মনোনয়নপ্রাপ্ত সোহেল রানা পবনের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, 'কেন্দ্রীয় নেতারা আমার প্রতি আস্থাশীল, সেই জন্যই আমাকে মনোনয়ন দিয়েছে। আর আমার বহিষ্কার যুবলীগের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। অনিয়মতান্ত্রিক ভাবে বহিষ্কার করা হয়েছে।'
এ বিষয়ে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান রানা বলেন, 'যুবলীগের সাংগঠনিক নিয়ম হচ্ছে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ লাগবে। সোহেল রানা পবনের ক্ষেত্রে সেটা হয়নি। যেটি করা হয়েছে গঠনতন্ত্র বহির্ভূত।'
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু আজকের পত্রিকাকে বলেন, 'সোহেল রানা শৃঙ্খলা বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের কারণে বহিষ্কার হয়। বহিষ্কার আদেশ এখনো প্রত্যাহার হয়নি। ওই ইউনিয়ন থেকে শামিম আহমেদ উজ্জ্বল আহমেদ ও হাসান সারোয়ারের নাম আমরা সুপারিশ করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠিয়েছি। অথচ যে মনোনয়ন পেয়েছে তার পক্ষে উপজেলা কমিটির কোনো সুপারিশ ছিল না এবং পাঠানো তালিকায় তার নাম না থাকা সত্ত্বেও কীভাবে সে মনোনয়ন পেল। এটা আমার বোধগম্য নয়।'
উল্লেখ গত ২৯ সেপ্টেম্বর ভেড়ামারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সেখানে সভাপতি শামিম আহমেদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় যে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বড় ছেলে ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন ও তার দুই ভাইকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে গত ৭ই অক্টোবর ২০১৯ দল থেকে বহিষ্কার করা হয়। সোহেল রানা পবনসহ তিন ভাইয়ের নেতৃত্বে গত ২০১৯ সালের ৫ অক্টোবর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেদিন উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্ত্রাসী হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। এখনো বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতা সোহেল রানা পবন, দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। এ ঘটনায় স্থানীয় পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও হতাশা। মনোনয়ন বাতিলের দাবিও তুলছেন দলীয় অন্যান্য নেতা কর্মীরা। গত শনিবার রাতে ৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশের পর থেকেই বাহাদুরপুর ইউনিয়নের তিন মনোনয়ন প্রত্যাশী ও দলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শামিম আহমেদ বলেন, 'বিষয়টি খুবই হতাশাজনক। একজন বহিষ্কৃত নেতা কীভাবে মনোনয়ন পায়। আমাদের তিনজনের মধ্যে যে কেউ পেলে মেনে নিতাম। যে মনোনয়ন পেয়েছে তার বিরুদ্ধে গত ২০১৯ সালের ৫ অক্টোবর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা ও জেলার নেতৃবৃন্দের সামনে গুলি, বোমা, সন্ত্রাসী তাণ্ডব চালায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে গত ৭ই অক্টোবর ২০১৯ দল থেকে বহিষ্কার করা হয়।'
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী উজ্জ্বল আহমেদ বলেন, ' অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে গ্রহণ করছে না। তাঁর সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ ভয়ে থাকে। তার মনোনয়ন বাতিল করার দাবি জানাচ্ছি।'
মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান সরোয়ার বলেন, ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনজনের নাম প্রস্তাব করে। সে হিসাবে কমিটির সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়। এর বাইরে কীভাবে একজন বহিষ্কৃত নেতা মনোনয়ন পায়। বিষয়টিকে সাধারণ মানুষ ঘৃণার চোখে দেখছে। দল অনেক পিছিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
মনোনয়নপ্রাপ্ত সোহেল রানা পবনের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, 'কেন্দ্রীয় নেতারা আমার প্রতি আস্থাশীল, সেই জন্যই আমাকে মনোনয়ন দিয়েছে। আর আমার বহিষ্কার যুবলীগের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। অনিয়মতান্ত্রিক ভাবে বহিষ্কার করা হয়েছে।'
এ বিষয়ে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান রানা বলেন, 'যুবলীগের সাংগঠনিক নিয়ম হচ্ছে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ লাগবে। সোহেল রানা পবনের ক্ষেত্রে সেটা হয়নি। যেটি করা হয়েছে গঠনতন্ত্র বহির্ভূত।'
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু আজকের পত্রিকাকে বলেন, 'সোহেল রানা শৃঙ্খলা বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের কারণে বহিষ্কার হয়। বহিষ্কার আদেশ এখনো প্রত্যাহার হয়নি। ওই ইউনিয়ন থেকে শামিম আহমেদ উজ্জ্বল আহমেদ ও হাসান সারোয়ারের নাম আমরা সুপারিশ করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠিয়েছি। অথচ যে মনোনয়ন পেয়েছে তার পক্ষে উপজেলা কমিটির কোনো সুপারিশ ছিল না এবং পাঠানো তালিকায় তার নাম না থাকা সত্ত্বেও কীভাবে সে মনোনয়ন পেল। এটা আমার বোধগম্য নয়।'
উল্লেখ গত ২৯ সেপ্টেম্বর ভেড়ামারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সেখানে সভাপতি শামিম আহমেদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় যে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বড় ছেলে ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন ও তার দুই ভাইকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে গত ৭ই অক্টোবর ২০১৯ দল থেকে বহিষ্কার করা হয়। সোহেল রানা পবনসহ তিন ভাইয়ের নেতৃত্বে গত ২০১৯ সালের ৫ অক্টোবর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেদিন উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্ত্রাসী হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। এখনো বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়নি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে