কুষ্টিয়ায় পদ্মার ভাঙন থেকে বসত ভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে শুরু হওয়া প্রায় ৩ ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রায় ৩ ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কটিতে। দুই পাশে শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহনের সারি। অনেক যাত্রী বাস থেকে নেমে হাঁটা শুরু করেন। পরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নিলে পুনরায় সচল হয় উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা।
বেশ কয়েক দিন ধরে ভাঙন থেকে রক্ষা পেতে বিক্ষোভ, সড়ক অবরোধ, পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করে আসছে ভুক্তভোগীরা। তাঁদের কয়েকজন জানান, নদী ভাঙন সমস্যার সমাধান না হলে এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পদ্মার ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার ৪ ইউনিয়ন। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব এলাকার হাজার হাজার মানুষ। ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে কয়েক’শ হেক্টর ফসলি জমি। চরম হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার।
এসব রক্ষায় মিরপুর উপজেলার নওদা খাদিমপুর স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। একই দাবিতে ১০ মাইল মুন্সিপাড়া স্থানেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙন কবলিত সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
বহলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের শত শত বিঘা ফসলি মাঠ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। নদীর অব্যাহত ভাঙনে যেকোনো সময় ঘর-বাড়ি নদীগর্ভে চলে যেতে পারে। তাই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে আমরা বিক্ষোভ করেছি।
ইউএনও বিবি করিমন্নেছা আজকের পত্রিকাকে বলেন, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ ছেড়ে দেন এলাকাবাসী।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আপাতত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে