
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৯ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৩ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে