Ajker Patrika

ঘোড়া দিয়ে হালচাষ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২০: ২৬
ঘোড়া দিয়ে হালচাষ

একসময় সনাতন পদ্ধতিতে কৃষিকাজ করা হলেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এর পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষকেরা প্রযুক্তিনির্ভর হয়েছেন। গরু দিয়ে হালচাষের স্থানে এসেছে ট্রাক্টর। সেখানে সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা বিলে ঘোড়া দিয়ে করা হচ্ছে হালচাষ। ইতিমধ্যে বিষয়টি নজর কেড়েছে এলাকাবাসীর।

হরিণখোলা গ্রামের গোপাল মণ্ডল ঘোড়া দিয়ে জমি চাষ করেন। তিনি বলেন, ‘প্রায় চার বছর ধরে এই ঘোড়া দিয়ে জমি চাষাবাদ করছি। নিজের সামান্য জমি ছাড়াও অন্যের জমি চাষ করে উপার্জন করি। তা দিয়ে কোনো রকমে সংসার চলে।’

গোপাল মণ্ডল আরও বলেন, ‘নিজের জমি চাষাবাদ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পাশাপাশি ঘোড়া দিয়ে হালচাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০ শতাংশ জমি চাষ করার উপযোগী করতে পারি।’

গোপাল মণ্ডল বলেন, ‘ঘোড়া ও মই দিয়ে হালচাষ করি। বিঘাপ্রতি এক চাষে ৪০০ টাকা করে নিই। আমাকে দেখে অনেক কৃষক ঘোড়া দিয়ে হালচাষ করার ইচ্ছা পোষণ করেছেন।’

স্থানীয় কৃষক বিদ্যাসাগর জানান, হালচাষে ঘোড়ার ব্যবহার নতুন নয়। তবে বর্তমানে কৃষকেরা প্রযুক্তিনির্ভর। তাই বিষয়টি চমকপ্রদ বলা চলে।

কৃষক বাসুদেব মণ্ডল বলেন, ‘ঘোড়া দিয়ে হালচাষ নতুন নয়। বর্তমানে আমাদের এলাকায় প্রায় সময় চোখে পড়ে। বর্তমানে লাঙল ও পাওয়ার টিলারের দাম বাড়ায় কৃষকেরা বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে চাষাবাদের পরিকল্পনা বেছে নিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত