মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতেরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২২) ও যাত্রী জসিম (২৫)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির চাচা মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে বের হন রাব্বি। কানুটিয়া বাজার পার হয়ে তানহা ব্রিকস ভাটার সামনে আসতেই একটি বাসের মুখোমুখি ধাক্কায় পার্শ্ববর্তী ডান পাশের শুকানো গর্তে পড়ে যায়। এতে অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বির ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে।
দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন। তবে বেবী নাসরীন ও নির্মল নামের দুজন যাত্রীর অবস্থা বেশ গুরুতর।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে