মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতেরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২২) ও যাত্রী জসিম (২৫)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির চাচা মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে বের হন রাব্বি। কানুটিয়া বাজার পার হয়ে তানহা ব্রিকস ভাটার সামনে আসতেই একটি বাসের মুখোমুখি ধাক্কায় পার্শ্ববর্তী ডান পাশের শুকানো গর্তে পড়ে যায়। এতে অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বির ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে।
দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন। তবে বেবী নাসরীন ও নির্মল নামের দুজন যাত্রীর অবস্থা বেশ গুরুতর।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।’

মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতেরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২২) ও যাত্রী জসিম (২৫)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির চাচা মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে বের হন রাব্বি। কানুটিয়া বাজার পার হয়ে তানহা ব্রিকস ভাটার সামনে আসতেই একটি বাসের মুখোমুখি ধাক্কায় পার্শ্ববর্তী ডান পাশের শুকানো গর্তে পড়ে যায়। এতে অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বির ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে।
দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন। তবে বেবী নাসরীন ও নির্মল নামের দুজন যাত্রীর অবস্থা বেশ গুরুতর।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।’

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৬ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১১ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৫ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে