খুলনা প্রতিনিধি

আড়াই মাস পর একাডেমিক কার্যক্রম গত রোববার শুরু হওয়ার কথা থাকলেও ওই দিন থেকে শ্রেণিকক্ষে যাচ্ছেন না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা। তাঁদের এই কর্মবিরতি আজ বুধবার চতুর্থ দিন পার করেছে।
১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনাসহ পরে শিক্ষকদের লাঞ্ছিতের সুষ্ঠু বিচারের দাবিতে আলটিমেটাম দিয়ে তাঁরা শ্রেণিকক্ষে যোগদান থেকে বিরত রয়েছেন। এই আলটিমেটাম শেষ হবে আগামী বুধবার। এর মধ্যে বিচার না হলে পরদিন বৃহস্পতিবার থেকে শুধু পাঠদান নয়, প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও বিরত থাকবেন শিক্ষকেরা। এমন ঘোষণার ফলে ক্রমান্বয়ে জটিলতার দিকে এগোচ্ছে কুয়েটের পরিস্থিতি।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার থেকে পাঠদানে যোগ দিতে শিক্ষার্থীরা হলসহ আশপাশের ভাড়া বাড়িতে এসে অবস্থান নেন। এখন ক্লাস না হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের কাছে খোলাচিঠি দিয়ে ১৮ ফেব্রুয়ারিসহ পরবর্তী সব ঘটনার জন্য ক্ষমা চাওয়া হলেও শিক্ষকেরা বিচারের দাবিতে আটল রয়েছেন।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. সাহিদুল ইসলাম জানান, আজ চতুর্থ দিনের মতো শ্রেণিকক্ষে যাননি শিক্ষকেরা। তিনি বলেন, ৫ মে সাধারণ সভা করে শিক্ষক সমিতির পাঁচ দফা সিদ্ধান্ত কুয়েট প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে পরবর্তী দিন থেকে প্রশাসনিক সব কাজ বন্ধ করে দেওয়া হবে।
এদিকে শিক্ষক-শিক্ষার্থী না থাকায় শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে আছে। ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা। শিক্ষার্থীদের পর এবার শিক্ষকদের আন্দোলনে ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদেরই। দীর্ঘ সেশনজটের আশঙ্কা করছেন কুয়েটের ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। তাঁরা দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছেন। আবার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকেরাও উদ্বিগ্ন।
উল্লেখ, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর কুয়েট বন্ধ হয়ে যায়। এর মধ্যে অতিবাহিত হয় রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটি। সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে ১৩ এপ্রিল জোর করে ক্যাম্পাসে প্রবেশ করে দুই রাত খোলা জায়গায় অবস্থান শেষে ১৫ এপ্রিল তালা ভেঙে হলে প্রবেশ করেন কিছু শিক্ষার্থী। এরপর উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তিন দিনের অনশন শেষে ২৫ এপ্রিল রাতে উপাচার্য-সহউপাচার্য দুজনকেই অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ দেওয়া হয় ১ মে। ২ মে রাতে নতুন উপাচার্য মো. হযরত আলী কুয়েটে পৌঁছান। পরদিন তিনি দায়িত্ব নেন। এভাবে শিক্ষার্থীদের আন্দোলন শেষে যখন পাঠদান শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই শিক্ষকদের আন্দোলন শুরু হয়।

আড়াই মাস পর একাডেমিক কার্যক্রম গত রোববার শুরু হওয়ার কথা থাকলেও ওই দিন থেকে শ্রেণিকক্ষে যাচ্ছেন না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা। তাঁদের এই কর্মবিরতি আজ বুধবার চতুর্থ দিন পার করেছে।
১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনাসহ পরে শিক্ষকদের লাঞ্ছিতের সুষ্ঠু বিচারের দাবিতে আলটিমেটাম দিয়ে তাঁরা শ্রেণিকক্ষে যোগদান থেকে বিরত রয়েছেন। এই আলটিমেটাম শেষ হবে আগামী বুধবার। এর মধ্যে বিচার না হলে পরদিন বৃহস্পতিবার থেকে শুধু পাঠদান নয়, প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও বিরত থাকবেন শিক্ষকেরা। এমন ঘোষণার ফলে ক্রমান্বয়ে জটিলতার দিকে এগোচ্ছে কুয়েটের পরিস্থিতি।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার থেকে পাঠদানে যোগ দিতে শিক্ষার্থীরা হলসহ আশপাশের ভাড়া বাড়িতে এসে অবস্থান নেন। এখন ক্লাস না হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের কাছে খোলাচিঠি দিয়ে ১৮ ফেব্রুয়ারিসহ পরবর্তী সব ঘটনার জন্য ক্ষমা চাওয়া হলেও শিক্ষকেরা বিচারের দাবিতে আটল রয়েছেন।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. সাহিদুল ইসলাম জানান, আজ চতুর্থ দিনের মতো শ্রেণিকক্ষে যাননি শিক্ষকেরা। তিনি বলেন, ৫ মে সাধারণ সভা করে শিক্ষক সমিতির পাঁচ দফা সিদ্ধান্ত কুয়েট প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে পরবর্তী দিন থেকে প্রশাসনিক সব কাজ বন্ধ করে দেওয়া হবে।
এদিকে শিক্ষক-শিক্ষার্থী না থাকায় শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে আছে। ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা। শিক্ষার্থীদের পর এবার শিক্ষকদের আন্দোলনে ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদেরই। দীর্ঘ সেশনজটের আশঙ্কা করছেন কুয়েটের ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। তাঁরা দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছেন। আবার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকেরাও উদ্বিগ্ন।
উল্লেখ, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর কুয়েট বন্ধ হয়ে যায়। এর মধ্যে অতিবাহিত হয় রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটি। সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে ১৩ এপ্রিল জোর করে ক্যাম্পাসে প্রবেশ করে দুই রাত খোলা জায়গায় অবস্থান শেষে ১৫ এপ্রিল তালা ভেঙে হলে প্রবেশ করেন কিছু শিক্ষার্থী। এরপর উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তিন দিনের অনশন শেষে ২৫ এপ্রিল রাতে উপাচার্য-সহউপাচার্য দুজনকেই অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ দেওয়া হয় ১ মে। ২ মে রাতে নতুন উপাচার্য মো. হযরত আলী কুয়েটে পৌঁছান। পরদিন তিনি দায়িত্ব নেন। এভাবে শিক্ষার্থীদের আন্দোলন শেষে যখন পাঠদান শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই শিক্ষকদের আন্দোলন শুরু হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে