মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামার পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।
এর আগে গত ৩ মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।
লিবার্টি হারভেস্ট জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআরওশান ট্রেডের ব্যবস্থাপক বিপ্লব খাঁন জানান, গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি লিবার্টি হারভেস্ট। পানামা পতাকাবাহী জাহাজটি আজ দুপুরে মোংলা বন্দরে ভিড়ে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারিজ পণ্য এসেছে।
বিপ্লব খাঁ আরও জানান, বেলা ২টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। খালাসকৃত পণ্য রাখা হবে বন্দর জেটির শেডে। জাহাজের সব পণ্য খালাসে সময় লাগবে তিন দিন। এরপর পণ্যগুলো সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
এর আগে গত ২৯ মে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ে এমভি আনকা স্কাই। তারও আগে গত ৬ মে ও গত ২৫ এপ্রিল দুটি জাহাজ রূপপুরের পণ্য নিয়ে আসে। এগুলোর আগে আসে এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা নামে দুটি জাহাজ।
উল্লেখ্য, সাম্প্রতিককালে সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি দেয় যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের ট্রানজিট নিয়ে আসছে মোংলা বন্দরে।

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামার পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।
এর আগে গত ৩ মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।
লিবার্টি হারভেস্ট জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআরওশান ট্রেডের ব্যবস্থাপক বিপ্লব খাঁন জানান, গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি লিবার্টি হারভেস্ট। পানামা পতাকাবাহী জাহাজটি আজ দুপুরে মোংলা বন্দরে ভিড়ে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারিজ পণ্য এসেছে।
বিপ্লব খাঁ আরও জানান, বেলা ২টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। খালাসকৃত পণ্য রাখা হবে বন্দর জেটির শেডে। জাহাজের সব পণ্য খালাসে সময় লাগবে তিন দিন। এরপর পণ্যগুলো সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
এর আগে গত ২৯ মে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ে এমভি আনকা স্কাই। তারও আগে গত ৬ মে ও গত ২৫ এপ্রিল দুটি জাহাজ রূপপুরের পণ্য নিয়ে আসে। এগুলোর আগে আসে এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা নামে দুটি জাহাজ।
উল্লেখ্য, সাম্প্রতিককালে সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি দেয় যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের ট্রানজিট নিয়ে আসছে মোংলা বন্দরে।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৮ মিনিট আগে