সাতক্ষীরা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। মধ্যরাতে বিজিবি আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
হস্তান্তরকৃত ব্যক্তিরা হলো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর গ্রামের আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগর গ্রামের ঝর্ণা খাতুন (৩৮), কালিঞ্চি গোলাখালী এলাকার মোছা. নাজমা বিবি (৩৩), তাঁর মেয়ে মাহেরা আক্তার (৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), পূর্ব বিড়ালক্ষী গ্রামের মোছা. মাফুজা খাতুন (৩৪), তাঁর মেয়ে তানিয়া সুলতানা (১০), ছেলে মাফুজ রহমান (২), খুলনার বাটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের মর্জিনা বেগম (৪৪), তাঁর মেয়ে হাসিনা খাতুন (১০) এবং পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের রুহুল আমিন (৪০), তাঁর স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)।
বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী, শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। আটকের দুই দিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি তাদের বিজিবির কাছে ফেরত দেন। মধ্যরাতে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল্লাহ গাজী জানান, প্রায় ১৬ মাস আগে বৈকারী সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। তিনি কোলকাতার নিউটাউন-রাজারহাট এলাকায় দিনমজুরির কাজ করতেন। বাকিরাও একই এলাকায় দিনমজুরীসহ বিভিন্ন কাজ করতেন।
সম্প্রতি ভারতীয় পুলিশ ব্যাপক ধড়পাকড় শুরু করায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা স্বেচ্ছায় বিএসএফের হাকিমপুর ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার (ওসি) শামিনুল হক জানান, ১৫ বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার রাতে বিজিবি থানায় হস্তান্তর করে। নাম-ঠিকানা যাচাই-বাছাইয়ের পর রাতেই তাদের আত্মীয়স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। মধ্যরাতে বিজিবি আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
হস্তান্তরকৃত ব্যক্তিরা হলো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর গ্রামের আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগর গ্রামের ঝর্ণা খাতুন (৩৮), কালিঞ্চি গোলাখালী এলাকার মোছা. নাজমা বিবি (৩৩), তাঁর মেয়ে মাহেরা আক্তার (৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), পূর্ব বিড়ালক্ষী গ্রামের মোছা. মাফুজা খাতুন (৩৪), তাঁর মেয়ে তানিয়া সুলতানা (১০), ছেলে মাফুজ রহমান (২), খুলনার বাটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের মর্জিনা বেগম (৪৪), তাঁর মেয়ে হাসিনা খাতুন (১০) এবং পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের রুহুল আমিন (৪০), তাঁর স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)।
বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী, শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। আটকের দুই দিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি তাদের বিজিবির কাছে ফেরত দেন। মধ্যরাতে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল্লাহ গাজী জানান, প্রায় ১৬ মাস আগে বৈকারী সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। তিনি কোলকাতার নিউটাউন-রাজারহাট এলাকায় দিনমজুরির কাজ করতেন। বাকিরাও একই এলাকায় দিনমজুরীসহ বিভিন্ন কাজ করতেন।
সম্প্রতি ভারতীয় পুলিশ ব্যাপক ধড়পাকড় শুরু করায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা স্বেচ্ছায় বিএসএফের হাকিমপুর ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার (ওসি) শামিনুল হক জানান, ১৫ বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার রাতে বিজিবি থানায় হস্তান্তর করে। নাম-ঠিকানা যাচাই-বাছাইয়ের পর রাতেই তাদের আত্মীয়স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে