বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে