Ajker Patrika

দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাটে আগুন 

খাগড়াছড়ি সংবাদদাতা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ০৬
দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাটে আগুন 

হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা। আজ বৃহস্পতিবার এ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ফাঁকা গুলি, দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। 

দীঘিনালার লারমা স্কয়ারে আজ বিকেলে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একপর্যায়ে তা সংঘাতে রূপ নেয়। এ সময় অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার লারমা স্কয়ার এলাকায় এই সংঘর্ষ হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া-নিউজিল্যান্ড সড়কে মো. মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়।   

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে। আগুন নেভানোর কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ইউএনও।

জেলা পুলিশ সুপার আরিফিন জুয়েল বলেন, সেখানে পাহাড়ি-বাঙালি উত্তেজনা চলছিল। সেখান থেকেই আজকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। 

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত