আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাঁচ বার ব্যালট পেপার গণনা করে ১ ভোটে বিজয়ী হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পরাজিত তালা মার্কা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর পিন্টু ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনা করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিলকপুর ইউনিয়নের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এক ভোটে বিজয়ী ওই প্রার্থীর নাম (ফুটবল প্রতীক) মারুফ হাসান রনি। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা মার্কায় আব্দুস সবুর পিন্টু পেয়েছেন ১ হাজার ১২৭ ভোট। ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঁচবার গণনার পরে এক ভোটে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসান রনি। তিনি নিজেই আজ দুপুর সোয়া ১২টায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারুফ হাসান বলেন, আমি ভোট গণনার সময় ভোট কেন্দ্রের ভেতরে উপস্থিত ছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর পিন্টুর এজেন্টও ভোট গণনার সময় আমার সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রথমবার ব্যালট পেপার গণনায় তালা প্রতীক পাঁচ ভোট বেশি পায়। পরাজিত প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার গণনা করা হয়। তখন তিন ভোট বেশি পায় তালা প্রতীক। পরাজিতের আবার আপত্তিতে তৃতীয়বার গুণলে উভয় প্রতীকের ভোট সমান হয়। এরপর চতুর্থ ও পঞ্চমবার এক ভোটের ব্যবধানে বিজয়ী হয় ফুটবল প্রতীক।
পরাজিত প্রার্থী আব্দুস সবুর তাঁর অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনের দিন বিকেল ৫টায় পাঁচ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ঘোষণা করেন যে, তালা মার্কা ১ হাজার ১৩৮ ভোট পেয়েছেন। কিন্তু পরবর্তীতে পুনর্গণনা করে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীকের প্রার্থীকে বেআইনিভাবে যোগসাজশে মনগড়া ফল প্রকাশ করে তালা মার্কার প্রার্থীকে এক ভোটে পরাজিত করা হয়। ফলাফলটি স্থগিত করে ব্যালট পেপার পুনর্গণনা করার জন্য লিখিতভাবে আবেদন করেছেন তিনি।

তালা প্রতীকের এজেন্ট শামসুজ্জামান বিদ্যুৎ অভিযোগ করে বলেন, চূড়ান্ত ভোট গণনার সময় মেম্বার পদপ্রার্থী আব্দুস সবুর পিন্টু তালা মার্কায় ১ হাজার ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। তখন প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কার প্রার্থী মারুফ হাসান রনি ১ হাজার ১২৮ ভোট পান। তখন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করতে বলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি করেন। এতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার বিজয়ী প্রার্থী তালা মার্কার ব্যালট পেপার পুনর্গণনা করেন। ওই সময় তালা মার্কা আবারও ১ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়। আবারও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপত্তি করলে পরপর পাঁচবার গণনা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুকৌশলে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত ফুটবল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
এ অভিযোগের বিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমান বলেন, পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা মার্কার প্রার্থীর প্রথমবার ভোট গণনার সময় বেশি ভোট পান। এরপর দ্বিতীয়বার গণনার সময় ফুটবল প্রতীকের প্রার্থী এক ভোট বেশি পেয়ে বিজয়ী হন। প্রথমবার ভোট গণনায় ভুল ছিল। ফলাফল শিটে দুই প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করেছেন। এবং ওই কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সূদীপ কুমার রায় বলেন, তিলকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেহেতু ফলাফল ঘোষণা করা হয়েছে, সেহেতু এখন আর ভোট গণনা করার সুযোগ নেই। তবে পরাজিত প্রার্থী চাইলে গেজেট প্রকাশের পর আদালতে ফল পুনর্গণনার জন্য মামলা করতে পারেন।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাঁচ বার ব্যালট পেপার গণনা করে ১ ভোটে বিজয়ী হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পরাজিত তালা মার্কা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর পিন্টু ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনা করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিলকপুর ইউনিয়নের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এক ভোটে বিজয়ী ওই প্রার্থীর নাম (ফুটবল প্রতীক) মারুফ হাসান রনি। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা মার্কায় আব্দুস সবুর পিন্টু পেয়েছেন ১ হাজার ১২৭ ভোট। ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঁচবার গণনার পরে এক ভোটে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসান রনি। তিনি নিজেই আজ দুপুর সোয়া ১২টায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারুফ হাসান বলেন, আমি ভোট গণনার সময় ভোট কেন্দ্রের ভেতরে উপস্থিত ছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর পিন্টুর এজেন্টও ভোট গণনার সময় আমার সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রথমবার ব্যালট পেপার গণনায় তালা প্রতীক পাঁচ ভোট বেশি পায়। পরাজিত প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার গণনা করা হয়। তখন তিন ভোট বেশি পায় তালা প্রতীক। পরাজিতের আবার আপত্তিতে তৃতীয়বার গুণলে উভয় প্রতীকের ভোট সমান হয়। এরপর চতুর্থ ও পঞ্চমবার এক ভোটের ব্যবধানে বিজয়ী হয় ফুটবল প্রতীক।
পরাজিত প্রার্থী আব্দুস সবুর তাঁর অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনের দিন বিকেল ৫টায় পাঁচ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ঘোষণা করেন যে, তালা মার্কা ১ হাজার ১৩৮ ভোট পেয়েছেন। কিন্তু পরবর্তীতে পুনর্গণনা করে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীকের প্রার্থীকে বেআইনিভাবে যোগসাজশে মনগড়া ফল প্রকাশ করে তালা মার্কার প্রার্থীকে এক ভোটে পরাজিত করা হয়। ফলাফলটি স্থগিত করে ব্যালট পেপার পুনর্গণনা করার জন্য লিখিতভাবে আবেদন করেছেন তিনি।

তালা প্রতীকের এজেন্ট শামসুজ্জামান বিদ্যুৎ অভিযোগ করে বলেন, চূড়ান্ত ভোট গণনার সময় মেম্বার পদপ্রার্থী আব্দুস সবুর পিন্টু তালা মার্কায় ১ হাজার ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। তখন প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কার প্রার্থী মারুফ হাসান রনি ১ হাজার ১২৮ ভোট পান। তখন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করতে বলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি করেন। এতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার বিজয়ী প্রার্থী তালা মার্কার ব্যালট পেপার পুনর্গণনা করেন। ওই সময় তালা মার্কা আবারও ১ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়। আবারও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপত্তি করলে পরপর পাঁচবার গণনা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুকৌশলে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত ফুটবল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
এ অভিযোগের বিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমান বলেন, পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা মার্কার প্রার্থীর প্রথমবার ভোট গণনার সময় বেশি ভোট পান। এরপর দ্বিতীয়বার গণনার সময় ফুটবল প্রতীকের প্রার্থী এক ভোট বেশি পেয়ে বিজয়ী হন। প্রথমবার ভোট গণনায় ভুল ছিল। ফলাফল শিটে দুই প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করেছেন। এবং ওই কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সূদীপ কুমার রায় বলেন, তিলকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেহেতু ফলাফল ঘোষণা করা হয়েছে, সেহেতু এখন আর ভোট গণনা করার সুযোগ নেই। তবে পরাজিত প্রার্থী চাইলে গেজেট প্রকাশের পর আদালতে ফল পুনর্গণনার জন্য মামলা করতে পারেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে