ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলায় আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা নিজ বাড়িতে একাই থাকতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদা খাতুনের মোবাইল ফোনে কল করে স্বজনেরা তাঁকে পাননি। অবশেষে প্রতিবেশীদের মোবাইল ফোনে কল করে ঘটনাটি জানাজানি হয়। পাশের বাড়ির লোকজন সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান। তাঁরা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় ওই শিক্ষিকার লাশ দেখতে পান। পরে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। জোবাইদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর সন্তানেরা সবাই শিক্ষক। এ কারণে তিনি একাকী জীবন-যাপন করছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা স্বামী-সন্তান সবাই শহরে থাকেন। তিনি গ্রামের বাড়িতে একা থাকতেন। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে লাশটি তিন-চার দিন আগে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলায় আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা নিজ বাড়িতে একাই থাকতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদা খাতুনের মোবাইল ফোনে কল করে স্বজনেরা তাঁকে পাননি। অবশেষে প্রতিবেশীদের মোবাইল ফোনে কল করে ঘটনাটি জানাজানি হয়। পাশের বাড়ির লোকজন সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান। তাঁরা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় ওই শিক্ষিকার লাশ দেখতে পান। পরে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। জোবাইদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর সন্তানেরা সবাই শিক্ষক। এ কারণে তিনি একাকী জীবন-যাপন করছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা স্বামী-সন্তান সবাই শহরে থাকেন। তিনি গ্রামের বাড়িতে একা থাকতেন। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে লাশটি তিন-চার দিন আগে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২০ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৪ মিনিট আগে