ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শামীম হোসেনকে (৩৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শামীমের বাড়ির সামনে খালের পাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খালের ধারে বসে ছিলেন শামীম। সে সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
শামীমের ছেলে মাহিন বলেন, ‘আমি রাতে খেলছিলাম। সে সময় মামুন অর-রশিদ স্যার (যার কাছে মাহিন প্রাইভেট পড়ে) আমাকে ফোন করে বাবার কথা জিজ্ঞাসা করেন। তিনি জানতে চান, আমার বাবা বাসায় আছেন কি না। বাবা বাসায় নেই জানালে তিনি আমাকে দ্রুত বাসায় যেতে বলেন। পরে আমি বাসায় গিয়ে বাবাকে না পেয়ে মাকে জিজ্ঞাসা করি, মা আমাকে ডেকেছেন কি না।’
মাহিন আরও বলেন, ‘মা আমাকে জানান তিনি আমাকে ডাকেননি। তখন বাসা থেকে বাইরে বের হয়ে এলে কিছুু লোক আমাকে ডাকেন। তাঁরাও আমার বাবা কোথায় জানতে চাইলে আমি তাঁদের বলি, বাবা বাজারে গেছেন। তারা আবারও বলেন, ভালো করে বলো। তখন তাঁরা বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় আমার বাবাকে দেখিয়ে বলে, দেখো তো এটা তোমার বাবা কি না? তার পরই দেখি, আমার বাবাকে কেউ মেরে ফেলে রেখে গেছে।’
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ শামীমকে মারধর ও তাঁর গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। রোগীর সিম্পটম দেখে বোঝা যাচ্ছে, গুলি ও আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।’
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান শামীমকে মারধর ও তাঁর গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।’

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শামীম হোসেনকে (৩৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শামীমের বাড়ির সামনে খালের পাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খালের ধারে বসে ছিলেন শামীম। সে সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
শামীমের ছেলে মাহিন বলেন, ‘আমি রাতে খেলছিলাম। সে সময় মামুন অর-রশিদ স্যার (যার কাছে মাহিন প্রাইভেট পড়ে) আমাকে ফোন করে বাবার কথা জিজ্ঞাসা করেন। তিনি জানতে চান, আমার বাবা বাসায় আছেন কি না। বাবা বাসায় নেই জানালে তিনি আমাকে দ্রুত বাসায় যেতে বলেন। পরে আমি বাসায় গিয়ে বাবাকে না পেয়ে মাকে জিজ্ঞাসা করি, মা আমাকে ডেকেছেন কি না।’
মাহিন আরও বলেন, ‘মা আমাকে জানান তিনি আমাকে ডাকেননি। তখন বাসা থেকে বাইরে বের হয়ে এলে কিছুু লোক আমাকে ডাকেন। তাঁরাও আমার বাবা কোথায় জানতে চাইলে আমি তাঁদের বলি, বাবা বাজারে গেছেন। তারা আবারও বলেন, ভালো করে বলো। তখন তাঁরা বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় আমার বাবাকে দেখিয়ে বলে, দেখো তো এটা তোমার বাবা কি না? তার পরই দেখি, আমার বাবাকে কেউ মেরে ফেলে রেখে গেছে।’
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ শামীমকে মারধর ও তাঁর গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। রোগীর সিম্পটম দেখে বোঝা যাচ্ছে, গুলি ও আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।’
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান শামীমকে মারধর ও তাঁর গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে