ঝিনাইদহ প্রতিনিধি

থাইল্যান্ডে যেতে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের হাতে আটক হওয়া পি ভি জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তাঁর সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এ ছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তাঁর পরিচয় নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাঁর কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে তাঁর বাড়ি।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। তাঁর সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেন। মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর নামে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে বিজিবি। মহেশপুর থানায় বিজিবি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

থাইল্যান্ডে যেতে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের হাতে আটক হওয়া পি ভি জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তাঁর সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এ ছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তাঁর পরিচয় নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাঁর কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে তাঁর বাড়ি।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। তাঁর সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেন। মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর নামে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে বিজিবি। মহেশপুর থানায় বিজিবি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১১ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৫ মিনিট আগে