ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ১৪৪ ধারা অমান্য না করে উপজেলা বিএনপি ও যুবদল পৃথকভাবে র্যালি ও পথসভা করেছে। আজ বুধবার (১৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে পূর্বনির্ধারিত স্থানে কর্মসূচি আয়োজন সম্ভব না হওয়ায় উভয় সংগঠন স্থান পরিবর্তন করে তা সম্পন্ন করে।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির একাংশ রাজাপুর সরকারি কলেজের সামনে থেকে বিজয় র্যালি শুরু করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য দেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপির নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী।
বক্তারা অভিযোগ করেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আওয়ামী লীগের পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তাঁরা বলেন, ৫ আগস্টের আগে তিনি সাভারে ইউএনও থাকাকালে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল এবং একই সময়ে যুবদল ও বিএনপির একাংশকে কর্মসূচির অনুমতি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তাঁদের এই অভিযোগ-সম্পর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

অন্যদিকে উপজেলা যুবদল বাঘড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে মেডিকেল মোড়, রাজাপুর পপুলার ক্লিনিক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ করে। সমাপনী বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্যসচিব সৈয়দ নাজমুল হক। তাঁরা গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
উভয় কর্মসূচিতে রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে ১২ আগস্ট রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ ১৪৪ ধারা মোতাবেক মার্কেট চত্বরে এবং সংলগ্ন এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল ও অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ঝালকাঠির রাজাপুরে ১৪৪ ধারা অমান্য না করে উপজেলা বিএনপি ও যুবদল পৃথকভাবে র্যালি ও পথসভা করেছে। আজ বুধবার (১৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে পূর্বনির্ধারিত স্থানে কর্মসূচি আয়োজন সম্ভব না হওয়ায় উভয় সংগঠন স্থান পরিবর্তন করে তা সম্পন্ন করে।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির একাংশ রাজাপুর সরকারি কলেজের সামনে থেকে বিজয় র্যালি শুরু করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য দেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপির নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী।
বক্তারা অভিযোগ করেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আওয়ামী লীগের পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তাঁরা বলেন, ৫ আগস্টের আগে তিনি সাভারে ইউএনও থাকাকালে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল এবং একই সময়ে যুবদল ও বিএনপির একাংশকে কর্মসূচির অনুমতি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তাঁদের এই অভিযোগ-সম্পর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

অন্যদিকে উপজেলা যুবদল বাঘড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে মেডিকেল মোড়, রাজাপুর পপুলার ক্লিনিক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ করে। সমাপনী বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্যসচিব সৈয়দ নাজমুল হক। তাঁরা গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
উভয় কর্মসূচিতে রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে ১২ আগস্ট রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ ১৪৪ ধারা মোতাবেক মার্কেট চত্বরে এবং সংলগ্ন এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল ও অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে