ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’
শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম বলেন, ‘খেলার মাঠের দক্ষিণ পাশে গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি রাস্তা নির্মাণ করায় খেলার মাঠ কিছুটা ছোট হয়েছে। রাস্তাটি নির্মাণ করার সময় আমরা মৌখিকভাবে তাঁকে বাধা দিয়েছিলাম, কিন্তু দুই বিদ্যালয়ের জমি একত্রে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীকালে পরিমাপ করে দেখতে পাই আমাদের বিদ্যালয়ের জমির কিছু অংশজুড়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।’
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’
শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম বলেন, ‘খেলার মাঠের দক্ষিণ পাশে গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি রাস্তা নির্মাণ করায় খেলার মাঠ কিছুটা ছোট হয়েছে। রাস্তাটি নির্মাণ করার সময় আমরা মৌখিকভাবে তাঁকে বাধা দিয়েছিলাম, কিন্তু দুই বিদ্যালয়ের জমি একত্রে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীকালে পরিমাপ করে দেখতে পাই আমাদের বিদ্যালয়ের জমির কিছু অংশজুড়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।’
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৩ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩০ মিনিট আগে