ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’
শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম বলেন, ‘খেলার মাঠের দক্ষিণ পাশে গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি রাস্তা নির্মাণ করায় খেলার মাঠ কিছুটা ছোট হয়েছে। রাস্তাটি নির্মাণ করার সময় আমরা মৌখিকভাবে তাঁকে বাধা দিয়েছিলাম, কিন্তু দুই বিদ্যালয়ের জমি একত্রে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীকালে পরিমাপ করে দেখতে পাই আমাদের বিদ্যালয়ের জমির কিছু অংশজুড়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।’
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’
শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম বলেন, ‘খেলার মাঠের দক্ষিণ পাশে গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি রাস্তা নির্মাণ করায় খেলার মাঠ কিছুটা ছোট হয়েছে। রাস্তাটি নির্মাণ করার সময় আমরা মৌখিকভাবে তাঁকে বাধা দিয়েছিলাম, কিন্তু দুই বিদ্যালয়ের জমি একত্রে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীকালে পরিমাপ করে দেখতে পাই আমাদের বিদ্যালয়ের জমির কিছু অংশজুড়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।’
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে