ঝালকাঠি প্রতিনিধি

ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি লোকমান হোসেন হৃদয় ওরফে রাফানকে (২৫) ঝালকাঠির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে গ্রেপ্তারের পরে তাঁকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত লোকমান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা।
র্যাব ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পাগলা থানাধীন এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে ভিডিও কলে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও লোকমান তাঁর বন্ধুর কাছে পাঠান। এরপর তাঁরা দুজন মিলে ছাত্রীকে ব্ল্যাকমেল করেন এবং চার লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানালে তাঁরা অভিযুক্তদের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু টাকা না দিলে ভিডিও মুছবে না বলে জানান।
বাদী বলেন, ‘বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
র্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠিতে অভিযুক্তের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর ২৫ জুন র্যাব-৮-এর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামিকে র্যাব-৮ গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। যেহেতু মামলাটি পাগলা থানায় করা হয়েছে, তাই ওখানকার থানা-পুলিশ তাকে নেওয়ার জন্য ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছে।’

ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি লোকমান হোসেন হৃদয় ওরফে রাফানকে (২৫) ঝালকাঠির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে গ্রেপ্তারের পরে তাঁকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত লোকমান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা।
র্যাব ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পাগলা থানাধীন এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে ভিডিও কলে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও লোকমান তাঁর বন্ধুর কাছে পাঠান। এরপর তাঁরা দুজন মিলে ছাত্রীকে ব্ল্যাকমেল করেন এবং চার লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানালে তাঁরা অভিযুক্তদের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু টাকা না দিলে ভিডিও মুছবে না বলে জানান।
বাদী বলেন, ‘বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
র্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠিতে অভিযুক্তের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর ২৫ জুন র্যাব-৮-এর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামিকে র্যাব-৮ গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। যেহেতু মামলাটি পাগলা থানায় করা হয়েছে, তাই ওখানকার থানা-পুলিশ তাকে নেওয়ার জন্য ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছে।’

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে