ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।
আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।
আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে