ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।
আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।
আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে