ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশার কারণে ট্রাক ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের নলছিটি জিরো পয়েন্ট ও খেজুরতলার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন থ্রি-হুইলারে থাকা অপর যাত্রী ও চালক।
নিহত ব্যক্তির নাম মো. বাকিয়ার মোল্লা (৪৫)। তিনি লেবুখালী ক্যান্টনমেন্টে বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত থ্রি-হুইলারের চালক পটুয়াখালীর লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত মো. আরিফুল ইসলামকে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিএমএইচে স্থানান্তর করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসা একটি ট্রাক ও বরিশাল থেকে পটুয়াখালীগামী সবজিবোঝাই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আবুল কাশেম বলেন, ‘ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশার কারণে ট্রাক ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের নলছিটি জিরো পয়েন্ট ও খেজুরতলার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন থ্রি-হুইলারে থাকা অপর যাত্রী ও চালক।
নিহত ব্যক্তির নাম মো. বাকিয়ার মোল্লা (৪৫)। তিনি লেবুখালী ক্যান্টনমেন্টে বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত থ্রি-হুইলারের চালক পটুয়াখালীর লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত মো. আরিফুল ইসলামকে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিএমএইচে স্থানান্তর করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসা একটি ট্রাক ও বরিশাল থেকে পটুয়াখালীগামী সবজিবোঝাই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আবুল কাশেম বলেন, ‘ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে