ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সজিব সিকদার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা লিয়ন গাজী নামের অপর আরোহী।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার নলবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব সিকদার ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নেছারাবাদ এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কায়েদ তুফান এন্টারপ্রাইজ বরিশাল মেট্রো ব ১১-০১৯২ বাসটি বরিশাল থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলটি ভান্ডারিয়া থেকে ঝালকাঠির দিকে আসছিল। তখন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজীব সিকদারকে মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম বাবু জানান, তিনি ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান শ্যাডো কনস্ট্রাকশনের মালিক গাজী সানাউল হকের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আহত অপর ব্যক্তি লিওন গাজী বলেন, ‘ভান্ডারিয়া থেকে কাজ শেষ করে ঝালকাঠির উদ্দেশে আসছিলেন। নলবুনিয়া বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রলি গাড়িকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ি। পরে বাসটি সঙ্গে সঙ্গে ব্রেক না করায় সজিব চাকার নিচে পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় এবং আমার দুটি হাত ভেঙে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সজিব সিকদার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা লিয়ন গাজী নামের অপর আরোহী।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার নলবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব সিকদার ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নেছারাবাদ এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কায়েদ তুফান এন্টারপ্রাইজ বরিশাল মেট্রো ব ১১-০১৯২ বাসটি বরিশাল থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলটি ভান্ডারিয়া থেকে ঝালকাঠির দিকে আসছিল। তখন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজীব সিকদারকে মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম বাবু জানান, তিনি ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান শ্যাডো কনস্ট্রাকশনের মালিক গাজী সানাউল হকের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আহত অপর ব্যক্তি লিওন গাজী বলেন, ‘ভান্ডারিয়া থেকে কাজ শেষ করে ঝালকাঠির উদ্দেশে আসছিলেন। নলবুনিয়া বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রলি গাড়িকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ি। পরে বাসটি সঙ্গে সঙ্গে ব্রেক না করায় সজিব চাকার নিচে পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় এবং আমার দুটি হাত ভেঙে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৮ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৩ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩৯ মিনিট আগে