কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে।
আহত ব্যক্তিরা হলেন মনিরামপুরের চালুহাটি ইউনিয়নের নেংগুড়াহাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই গ্রামের গোলাম মোস্তফার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৬)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, চালুয়াহাটি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাইফুল ইসলাম। পথিমধ্যে একদল যুবক পেছন দিক থেকে এসে তাঁর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে সাইফুলের হাতেও আঘাত করা হয়। অপরদিকে, জিহাদ হোসেন সকালে তার এক শিক্ষকের মৃত্যুর খবর শুনে সেখানে যাচ্ছিল। মনিরামপুরের সরুব্ধিকান্দা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
আহত সাইফুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি এলে পেছন দিক থেকে হামলা চালানো হয়। তবে হামলাকারীরা কোন পক্ষের সমর্থক ছিল, সেটা চিনতে পারিনি।’
সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে ফার্নিচারের কাজ করে সংসার চালায়। কারও সঙ্গে কোনো ঝগড়া নেই। সে একজন সাধারণ ভোটার। ছেলের ওপর হামলা করার খবর পেয়ে ভোট না দিয়েই হাসপাতালে ছুটে এসেছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত।

যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে।
আহত ব্যক্তিরা হলেন মনিরামপুরের চালুহাটি ইউনিয়নের নেংগুড়াহাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই গ্রামের গোলাম মোস্তফার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৬)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, চালুয়াহাটি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাইফুল ইসলাম। পথিমধ্যে একদল যুবক পেছন দিক থেকে এসে তাঁর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে সাইফুলের হাতেও আঘাত করা হয়। অপরদিকে, জিহাদ হোসেন সকালে তার এক শিক্ষকের মৃত্যুর খবর শুনে সেখানে যাচ্ছিল। মনিরামপুরের সরুব্ধিকান্দা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
আহত সাইফুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি এলে পেছন দিক থেকে হামলা চালানো হয়। তবে হামলাকারীরা কোন পক্ষের সমর্থক ছিল, সেটা চিনতে পারিনি।’
সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে ফার্নিচারের কাজ করে সংসার চালায়। কারও সঙ্গে কোনো ঝগড়া নেই। সে একজন সাধারণ ভোটার। ছেলের ওপর হামলা করার খবর পেয়ে ভোট না দিয়েই হাসপাতালে ছুটে এসেছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৯ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৪ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩৯ মিনিট আগে