কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। তবে ইউপি চেয়ারম্যান জানান, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কতিপয় নেতা-কর্মী এ কাজ করেছেন।
ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই চাবি এখন উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিসহ হস্তান্তর করব। আমরা চাই আওয়ামী লীগের দোসর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আর না থাকুক, এখানে প্রশাসক নিয়োগ হোক।’
কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু বলেন, ‘সরকারি স্থাপনায় যেন কোনো ক্ষতি না হয়। এ ছাড়া এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে কারণে পাশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এখানে এসেছিলাম।’

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান বলেন, ‘শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ ছিল। এ সুযোগে বিএনপির কতিপয় নেতা-কর্মী পরিষদে এসে আমার নামীয় সাইনবোর্ড ও কক্ষের তালা ভেঙে ফেলেছে। আমি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সর্বস্তরের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ কাজটি করছে। নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু এবং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানের কক্ষের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যানের কোনো লোকজন সেখানে ছিল না। পরিবেশ শান্ত রয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

যশোরের কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। তবে ইউপি চেয়ারম্যান জানান, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কতিপয় নেতা-কর্মী এ কাজ করেছেন।
ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই চাবি এখন উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিসহ হস্তান্তর করব। আমরা চাই আওয়ামী লীগের দোসর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আর না থাকুক, এখানে প্রশাসক নিয়োগ হোক।’
কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু বলেন, ‘সরকারি স্থাপনায় যেন কোনো ক্ষতি না হয়। এ ছাড়া এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে কারণে পাশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এখানে এসেছিলাম।’

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান বলেন, ‘শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ ছিল। এ সুযোগে বিএনপির কতিপয় নেতা-কর্মী পরিষদে এসে আমার নামীয় সাইনবোর্ড ও কক্ষের তালা ভেঙে ফেলেছে। আমি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সর্বস্তরের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ কাজটি করছে। নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু এবং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানের কক্ষের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যানের কোনো লোকজন সেখানে ছিল না। পরিবেশ শান্ত রয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪০ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে