যশোর প্রতিনিধি

যশোরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তীব্র শীতের কারণে বেশি বিপদে কর্মজীবী দরিদ্র শ্রেণির মানুষ। তাঁদের অনেকে ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন। পর্যাপ্ত কাপড় ও কম্বলের অভাবে শীতে জবুথবু হয়ে কষ্ট করছেন তাঁরা।
যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস।
এক সপ্তাহে জেলায় প্রচণ্ড শীতে জনজীবনে একধরনের বিপর্যয় নেমে এসেছে। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় বা কম্বলের অভাবে তাঁরা কষ্ট পাচ্ছেন।
সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। জনপ্রতিনিধিরা পাশে নেই বলে অভিযোগ তাঁদের। সরকারি বরাদ্দের কম্বল বিতরণ করেই দায় সারছেন অনেকে।
নুরনবী নামের এক জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার কম্বল দেয় শুনেছি, সেসব আমরা পাই না, যা দেয় সব স্থানীয় জনপ্রতিনিধিদের লোকেরা পায়।’
ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, সরকারিভাবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, ‘কাল বা পরশু শীতবস্ত্র বিতরণ শুরু করব। মানুষের চাহিদা অনেক। সাধ্যমতো বিতরণ করা হবে। জেলেপল্লিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার ৫০০ কম্বল ইতিমধ্যে জেলার আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।’

যশোরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তীব্র শীতের কারণে বেশি বিপদে কর্মজীবী দরিদ্র শ্রেণির মানুষ। তাঁদের অনেকে ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন। পর্যাপ্ত কাপড় ও কম্বলের অভাবে শীতে জবুথবু হয়ে কষ্ট করছেন তাঁরা।
যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস।
এক সপ্তাহে জেলায় প্রচণ্ড শীতে জনজীবনে একধরনের বিপর্যয় নেমে এসেছে। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় বা কম্বলের অভাবে তাঁরা কষ্ট পাচ্ছেন।
সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। জনপ্রতিনিধিরা পাশে নেই বলে অভিযোগ তাঁদের। সরকারি বরাদ্দের কম্বল বিতরণ করেই দায় সারছেন অনেকে।
নুরনবী নামের এক জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার কম্বল দেয় শুনেছি, সেসব আমরা পাই না, যা দেয় সব স্থানীয় জনপ্রতিনিধিদের লোকেরা পায়।’
ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, সরকারিভাবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, ‘কাল বা পরশু শীতবস্ত্র বিতরণ শুরু করব। মানুষের চাহিদা অনেক। সাধ্যমতো বিতরণ করা হবে। জেলেপল্লিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার ৫০০ কম্বল ইতিমধ্যে জেলার আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।’

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে