সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।
মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।
গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।

হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।
মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।
গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২২ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে