ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।
রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’
এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।
আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।
রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’
এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।
আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৩৩ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে