মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রবাসে যাওয়ার তিন মাসের মাথায় লাশ হয়ে দেশে ফিরলেন জামালপুর মাদারগঞ্জের ফরিদুল ইসলাম (২৬)। আরব সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি ঘটলে ফরিদুলও তলিয়ে যান। পরে চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করে সে দেশের উদ্ধারকারী দল।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় ফরিদুল ইসলামের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই সাদেক আকন্দ। পরে রাত সাড়ে ১২টার দিকে রওনা দিলে আজ সোমবার সকাল ৬টার দিকে বাড়িতে পৌঁছায় ফরিদুলের মরদেহ। বেলা সাড়ে ১১টায় স্থানীয় একটি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করার কথা রয়েছে।
ফরিদুল ইসলাম উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্বসুখনগরী গ্রামের সুরুজ আকন্দের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদুলের চাচাতো ভাই সাদেক আকন্দ। তিনি বলেন, ‘ফরিদুলকে নিয়ে যাওয়া হয়েছে ড্রাইভিং ভিসায় কিন্তু তাঁকে সেই কাজ দেওয়া হয়নি। তাঁর ইচ্ছার বিরুদ্ধে সাগরে মাছ ধরার কাজ দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই প্রতারণার বিচার চাই।’
পরিবার বলছে, ফরিদুল তাঁর মামাশ্বশুরের মাধ্যমে ৩ মাস আগে ওমানে পাড়ি জমান। তাঁকে ড্রাইভিং ভিসার কাজের কথা বলে নিয়ে গেলেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে গভীর সাগরে ট্রলারে মাছ ধরার কাজ দেওয়া হয়। গত ১০ জুন বিকেলে সাগরে মাছ ধরার সময় ফরিদুলের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এতে ফরিদুল পানিতে ডুবে মারা যান। মারা গেলেও তাঁর মরদেহ পাওয়া যাচ্ছিল না। উদ্ধার অভিযানের ৪ দিন পর লাশ উদ্ধার করে সেখানকার ডুবুরি দল। ফরিদুলের মৃত্যুর ১৫ দিন পর তাঁর লাশ দেশে আসল।
ওমানে নিখোঁজ হওয়ার দিন থেকেই ফরিদুলের পরিবারে চলছে মাতম। আয় উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাঁর স্ত্রী। দুটি শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

প্রবাসে যাওয়ার তিন মাসের মাথায় লাশ হয়ে দেশে ফিরলেন জামালপুর মাদারগঞ্জের ফরিদুল ইসলাম (২৬)। আরব সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি ঘটলে ফরিদুলও তলিয়ে যান। পরে চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করে সে দেশের উদ্ধারকারী দল।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় ফরিদুল ইসলামের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই সাদেক আকন্দ। পরে রাত সাড়ে ১২টার দিকে রওনা দিলে আজ সোমবার সকাল ৬টার দিকে বাড়িতে পৌঁছায় ফরিদুলের মরদেহ। বেলা সাড়ে ১১টায় স্থানীয় একটি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করার কথা রয়েছে।
ফরিদুল ইসলাম উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্বসুখনগরী গ্রামের সুরুজ আকন্দের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদুলের চাচাতো ভাই সাদেক আকন্দ। তিনি বলেন, ‘ফরিদুলকে নিয়ে যাওয়া হয়েছে ড্রাইভিং ভিসায় কিন্তু তাঁকে সেই কাজ দেওয়া হয়নি। তাঁর ইচ্ছার বিরুদ্ধে সাগরে মাছ ধরার কাজ দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই প্রতারণার বিচার চাই।’
পরিবার বলছে, ফরিদুল তাঁর মামাশ্বশুরের মাধ্যমে ৩ মাস আগে ওমানে পাড়ি জমান। তাঁকে ড্রাইভিং ভিসার কাজের কথা বলে নিয়ে গেলেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে গভীর সাগরে ট্রলারে মাছ ধরার কাজ দেওয়া হয়। গত ১০ জুন বিকেলে সাগরে মাছ ধরার সময় ফরিদুলের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এতে ফরিদুল পানিতে ডুবে মারা যান। মারা গেলেও তাঁর মরদেহ পাওয়া যাচ্ছিল না। উদ্ধার অভিযানের ৪ দিন পর লাশ উদ্ধার করে সেখানকার ডুবুরি দল। ফরিদুলের মৃত্যুর ১৫ দিন পর তাঁর লাশ দেশে আসল।
ওমানে নিখোঁজ হওয়ার দিন থেকেই ফরিদুলের পরিবারে চলছে মাতম। আয় উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাঁর স্ত্রী। দুটি শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
২৪ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে